সংবাদদাতা, ডায়মন্ড হারবার : মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকার বিয়ে বন্ধ করে পরীক্ষাকেন্দ্রে পাঠাল পুলিশ। কয়েক মাস আগে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্ণালী সরদারের। এই কথা জানতে পারেন পরিবারের লোকজন। বিষয়টি জানতে পারার পর বাড়ির লোক বিয়ের ব্যবস্থা করেন। বিয়ের তোড়ডোড় শুরু হয়ে যায়। বর্ণালী এবারের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থী। কিন্তু তার পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। বর্ণালী দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের শুকদেবপুরের বাসিন্দা। সে পড়ত ফলতার তটিনী বালিকা বিদ্যালয়ে। তার সিট পড়েছে দিঘিরপাড় রামগড় হাইস্কুলে। বর্ণালী মাধ্যমিক (Madhyamik) পরীক্ষায় বসবে না বলে পরিবারের লোকজন ঠিক করেন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পৌঁছয় ডায়মন্ড হারবার থানায়। নাবালিকা বর্ণালীর বিয়ে বন্ধ করতে উদ্যোগ নেয় ডায়মন্ড হারবার থানা। সকালেই বর্ণালীর বাড়িতে পৌঁছে যান পুলিশকর্মীরা। বাড়ির লোককে বুঝিয়ে বলে পুলিশ।