সংবাদদাতা, হাওড়া : আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সেই উপলক্ষে এবার ‘যুব শোভাযাত্রা’র আয়োজন করল হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেস। এই শোভাযাত্রার নেতৃত্বে থাকবেন সংগঠনের সভাপতি কৈলাশ মিশ্র। বেলগাছিয়া থেকে বেলুড় মঠ পর্যন্ত ওই যুব শোভযাত্রায় হাওড়া সদরের সমস্ত বিধায়ক, মন্ত্রী সহ সমস্ত ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা উপস্থিত থাকবেন। বুধবার হাওড়া জেলা তৃণমূলের কার্যালয়ে ওই যুব শোভাযাত্রার প্রস্তুতি সভা করেন যুব তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের সভাপতি কৈলাশ মিশ্র। উপস্থিত ছিলেন সদরের প্রতিটি ব্লকের যুব তৃণমূলের সভাপতি সহ নেতৃত্বরা।
আরও পড়ুন-বকেয়া কর মেটালে মকুব করা হবে হোটেল-রেস্তোরাঁর সুদ ও জরিমানা
কিভাবে ওই শোভাযাত্রা হবে, কোন পথ দিয়ে যাবে প্রস্তুতি সভায় তার রূপরেখা তৈরি করা হয়। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র জানান, এবার শোভাযাত্রা শিবপুর, উত্তর হাওড়া ও বালি বিধানসভা এলাকা দিয়ে যাবে। শিবপুরের বেলগাছিয়া থেকে দুপুর আড়াইটেয় শুরু হয়ে সালকিয়া দিয়ে এসে বেলুড় মঠের সামনে শেষ হবে ওই শোভাযাত্রা। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী ও সাংসদ সায়নী ঘোষ শোভাযাত্রার সূচনা করবেন। সেইসঙ্গে হাওড়া সদরের সমস্ত বিধায়ক, সাংসদ ও মন্ত্রীরা উপস্থিত থাকবেন। মিছিলে পা মেলাবেন হাজার-হাজার যুব তৃণমূলের কর্মী। এদিন আমরা প্রস্তুতি সভা করলাম। এরপর প্রতিটি ব্লকের যুব তৃণমূল নেতৃত্ব এই উপলক্ষে প্রস্তুতি সভা করবে।