এবার লোকাল ট্রেনেও এলইডি টিভি (LED TV in Local Train)। পূর্ব রেলের উদ্যোগে সোমবার, এই পরিষেবা চালু হল হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে। যাত্রী স্বাচ্ছন্দ্যে এই পদক্ষেপ পূর্ব রেলের। রেল সূত্রে খবর, হাওড়া-বর্ধমান লোকাল দিয়ে শুরু হয়ে এরপর সব লোকাল ট্রেনেই এলইডি টিভি বসানো হবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, আপাতত ৫০টি লোকাল ট্রেনে টিভি (LED TV in Local Train) বসানো হচ্ছে। প্রতিটি কামরায় চারটি করে ২৮ ইঞ্চি টিভি রাখা হবে। একটি বেসরকারি সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুটি বাসের সংঘর্ষে প্রাণ গেল একাধিক যাত্রীর, আহত বহু
লোকাল ট্রেনের টিভিতে ওই বেসরকারি সংস্থার অনুষ্ঠান চলবে ৭০ শতাংশ আর ৩০ শতাংশে থাকবে রেলের তথ্য সম্বলিত অনুষ্ঠান ও যাবতীয় ঘোষণা। মেট্রো রেলের মতো পরবর্তী স্টেশন সম্পর্কেও ঘোষণা শুরু হয়েছে লোকাল ট্রেনে। সেই তথ্য জানানো হবে ওই টিভিতেই।