আসন সমঝোতার নামে বাম-কং জোট

নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেস নিজেদের প্রার্থীতালিকা ঘোষণা করে দিলেও বিজেপি এখনও তাদের প্রার্থীতালিকা ঘোষণা করতে পারছে না

Must read

রিতিশা সরকার শিলিগুড়ি: একা নির্বাচনে লড়াই করা সম্ভব না। তাই আসন সমঝোতার নামে পুরনো কায়দাতে জোটের ঘোঁট পাকাল কংগ্রেস ও সিপিএম। গত বিধানসভা বা শিলিগুড়ি পুরসভা নির্বাচনের মতো এবার আবার মকুমা পরিষদ পঞ্চায়েত নির্বাচনে আসন সমঝোতার নামে জোর করে লড়াই করার সিদ্ধান্ত নিল কংগ্রেস ও সিপিএম। ইতিমধ্যে মহকুমা পরিষদের ৯টি আসনের মধ্যে আটটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরা।

আরও পড়ুন-মহকুমা পরিষদের নির্বাচনে ময়দানে নেই বিরোধীরা, ল্যান্ডস্লাইড ভিকট্রির পথে তৃণমূল

শুধুমাত্র ফাঁসিদেওয়ার ৮ নম্বর আসনটি কংগ্রেসের জন্য ছেড়ে রেখেছে সিপিএম। তবে কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকারের সাফ বক্তব্য, তৃণমূল বা বিজেপি বিরুদ্ধে একা লড়াই করে জেতা সম্ভব নয়। তাই আসন সমঝোতার পথকে বেছে নিয়েছেন তাঁরা। তবে আসন সমঝোতার পথে গেলেও কংগ্রেস ও বামেদের মধ্যে ৬ : ৩ অনুপাতে আসন সমঝোতা হওয়ার কথা ছিল। এখনও কংগ্রেস তাদের নিজেদের প্রার্থীতালিকা ঘোষণা করেনি। নির্বাচন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেস নিজেদের প্রার্থীতালিকা ঘোষণা করে দিলেও বিজেপি এখনও তাদের প্রার্থীতালিকা ঘোষণা করতে পারছে না।

Latest article