বানতলা প্রসঙ্গ উঠতেই মুখে কুলুপ বামেদের

সাংবাদিক সম্মেলন করতে গিয়ে সেই প্রসঙ্গ উঠতেই ফাঁপরে পড়লেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। দিশাহারা হয়ে প্রসঙ্গ পাল্টে ফেলতে চান তিনি।

Must read

প্রতিবেদন : আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদে নেমেছে সিপিএমের হার্মাদরাও। সেই সিপিএম যাদের জমানায় একাধিক নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের কোনও কিনারাই হয়নি। সাঁইবাড়ি হত্যাকাণ্ড থেকে শুরু করে বানতলা গণধর্ষণ-কাণ্ড পর্যন্ত, কোনও ঘটনাতেই আসল দোষীরা শাস্তি পায়নি। উল্টে সত্তরের দশকের কুখ্যাত সাঁইবাড়ি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পরবর্তীকালে নাম ভাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন।

আরও পড়ুন-বিবাহবিচ্ছেদ আইন

সাংবাদিক সম্মেলন করতে গিয়ে সেই প্রসঙ্গ উঠতেই ফাঁপরে পড়লেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। দিশাহারা হয়ে প্রসঙ্গ পাল্টে ফেলতে চান তিনি। বানতলা গণধর্ষণ-কাণ্ডে একজনের জেল খাটার কথা বলেন মীনাক্ষী। যদিও সেখানেও গণধর্ষণ ও খুনের ঘটনায় একের বেশি অপরাধী জড়িত ছিল। বলেন, যারা সেই ঘটনা ঘটিয়েছিল, তারা এখনও জেলে আছে। ডাহা মিথ্যা বলে গেলেন মীনাক্ষী। ফের প্রশ্ন ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, ‘এরকম ঘটনা তো কতই ঘটে’। কই তিনি এর দায় নিয়ে তো পদত্যাগ করেননি। তাহলে কীসের ভিত্তিতে আজ এইসব উদ্ভট সব দাবি করছে সিপিএম! মীনাক্ষীরা এবারেও নিরুত্তর। নিরুত্তর থাকতেই হবে, কারণ জবাব নেই। দ্বিচারিতা।

Latest article