নিয়োগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জটিলতা তৈরির চেষ্টা, বিচারপতির তোপে বামপন্থী আইনজীবীরা

নিয়োগে জটিলতা বাড়াতে গিয়ে হাইকোর্টে বিচারপতির কাছে ধমক খেলেন বামপন্থী আইনজীবীরা।

Must read

প্রতিবেদন : নিয়োগে জটিলতা বাড়াতে গিয়ে হাইকোর্টে বিচারপতির কাছে ধমক খেলেন বামপন্থী আইনজীবীরা। যাঁরা চাকরিতে বাধা দেওয়ার চেষ্টা করছেন তাঁদের প্রতি বিরক্ত হয়ে কড়া ভাষায় বিচারপতিকে বলতে শোনা গিয়েছে, ‍‘‍‘হু আর ইউ’’! অভিযোগ উঠেছে, নিয়োগের ক্ষেত্রে আইন মেনে যেখানেই একটা সুষ্ঠু সমাধানের পথে হাঁটতে চাইছে রাজ্য, সেখানেই শেষ মুহূর্তে অযথা জটিলতা তৈরি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ-প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করছেন এই বামপন্থী আইনজীবীরা।

আরও পড়ুন-আজ রাজ্য বাজেট পেশ

এমনকী আদালত নিয়োগের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দেওয়ার পরেও তাঁরা আইনি জটিলতা তৈরি করতে উঠে পড়ে লাগছেন। অথচ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিন্তু যোগ্য প্রার্থীদের নিয়োগপ্রক্রিয়া মসৃণ করার জন্য প্রয়োজনীয় সওয়াল করে চলেছেন। ফলে বঞ্চিত হচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। এই বিষয়টাই এবারে উপলব্ধি করেছে আদালত। এদিকে এসএলএসটি শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের আইনি জটিলতার অবসান হতে চলেছে। সামনের সোমবারই এ-বিষয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপের সম্ভাবনা রয়েছে। বুধবার হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ছিল এই মামলার শুনানি। তারপরেই এই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। বুধবার নিয়োগ মামলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বসুর রীতিমতো তোপের মুখে পড়েন বাধা দেওয়া চাকরিপ্রার্থীরাও। এদিন সুপার নিউমেরারি পোস্ট নিয়ে মামলা উঠেছিল বিচারপতি বসুর এজলাসে। শুনানি চলার সময় মন্তব্য করেন, এই পোস্টটা তৈরি হয়েছে চাকরিহারাদের চাকরি দেওয়ার জন্য। ওঁরা প্রতিদিন কুমিরের কান্না কাঁদছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছাত্রছাত্রীরা। তাঁর কথায়, আমি শিক্ষকদের জন্য চিন্তিত নই। কারণ, তাঁরা চাকরি পাওয়ার জন্য ঝুলোঝুলি করবেন, তারপর বলবেন বাড়ির কাছে বদলি দাও। আজ উৎসশ্রী, কাল শুভশ্রী বলে আবেদন করবেন। বেতন-সহ একাধিক বিষয় নিয়ে মাথা ঘামাবেন। কিন্তু আসল কাজ করবেন না, পড়াবেন না। সেই কারণেই আমি শিক্ষকদের জন্য চিন্তিত নই, চিন্তিত পড়ুয়াদের জন্য।

আরও পড়ুন-কালাকানুন মানব না, ধরনায় শপথ শ্রমিকদের, ধরনায় আজ সংখ্যালঘু সেল

এসএলএসটি শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার জট খোলার উজ্জ্বল সম্ভাবনা নিয়ে এক্স হ্যান্ডেলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, মনে রাখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের সব ব্যবস্থা করে দিলেও বিরোধীদের অন্যায্য মামলার জটে আটকে ছিলেন যোগ্যরা। আশা করি খুব শিগগিরিই সবার মুখে হাসি ফুটবে। জট কাটার দিকে এগচ্ছে। অ্যাডভোকেট জেনারেলকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। লক্ষণীয়, সমস্যার সমাধানের লক্ষ্যে সোমবারই এজির সঙ্গে জরুরি বৈঠক করেন তৃণমূল মুখপাত্র।

Latest article