ময়দানে এক সময়ে দাপিয়ে খেলা প্রাক্তন ক্রিকেটার দীপঙ্কর সরকার (Dipankar Sarkar) আজ ৩০ ডিসেম্বর সকালে তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দীপঙ্কর সরকার ছিলেন লেগস্পিনার (leg spinner)। যদিও তিনি যখন স্ট্রেটার করতেন, তখন অফস্পিন করতেন। জোরে বল করাই ছিল তার মূলমন্ত্র। পরবর্তীকালে সিনিয়র হিসেবে তিনি অনেক জুনিয়রকে দিশা দেখিয়েছেন। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট জগৎ।
আরও পড়ুন-নারায়ণপুরে একটি ফ্ল্যাটে উ.দ্ধার দম্পতির দে.হ, আশঙ্কা.জনক অবস্থায় নাবা.লিকা উদ্ধার
কলকাতা ময়দানে স্পিনার হিসেবে জনপ্রিয় ছিলেন দীপঙ্কর সরকার। ময়দানে বহুদিন ক্রিকেট খেলেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে ষাটের দশকের মধ্যভাগে এবং সত্তরের প্রথমভাগে তিনি ক্রিকেট খেলেছিলেন। ১৯৬৪-৬৫ থেকে ১৯৬৭-৬৮ সাল পর্যন্ত বাংলা এবং রেলওয়েজের হয়েও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন দীপঙ্কর সরকার। ২৮টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি নিয়েছেন ৯৩টি উইকেট। এই ২৮ ম্যাচে তাঁর অবদান ২৫৮ রান। দীপঙ্কর সরকারের কেরিয়ারের সেরা বোলিং ফিগার ৭-৬৬। দিল্লিতে ইস্ট জোনের হয়ে নর্থ জোনের বিরুদ্ধে এক দলীপ ট্রফির ম্যাচ তিনি খেলেন। ম্যাচ ইস্ট জোন না জিতলেও দীপঙ্কর সরকারের বোলিং নিয়ে শোরগোল পড়ে যায়।
আরও পড়ুন-শহর জুড়ে জোর নিরাপত্তা, বর্ষবরণের রাতে ময়দানে আড়াই হাজার পুলিশ
দীপঙ্কর সরকারের মৃত্যুর খবরে বাংলার প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে বলেন, ‘দীপঙ্করদা খুব ভালো লেগ স্পিন করত। আর মাঝে মাঝে হঠাৎ অফ স্পিনও করত। ওই সময় বেশ তাবড় তাবড় ব্যাটাররাও তা সামলাতে পারত না। ভারতের স্কুল টিমের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দীপঙ্করদা অনবদ্য পারফর্ম করেছিল। পরবর্তীতে কালীঘাট ও ইস্টবেঙ্গলে দাপটের সঙ্গে দীপঙ্করদা ক্রিকেট খেলেছিল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। দীপঙ্করদা যেখানেই থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।’