প্রতিবেদন : নারী-নির্যাতন সংক্রান্ত আইনি সচেতনতা বৃদ্ধিতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী নারীর প্রতি অপরাধ-সংক্রান্ত ধারা ও আইনগুলির বিষয়ে অবগত করানো হবে এই প্রশিক্ষণের মাধ্যমে। যাতে তাঁরা নিজেদের এলাকায় প্রচার চালিয়ে জনসচেতনতা গড়ে তুলতে পারেন। এই উদ্যোগের দায়িত্বে থাকবে পঞ্চায়েত দফতরের অধীন সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ অন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রাজ্যের ২২টি জেলাতেই এর জন্য রিসোর্স পার্সন নিযুক্ত করার তোড়জোড় শুরু হয়েছে। প্রশিক্ষকদের বাছাই করা হবে যাঁরা শিক্ষকতা, প্রশাসন বা সেনাবাহিনীর মতো ক্ষেত্র থেকে এসেছেন এবং যাঁদের আইনি বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। ইতিমধ্যেই প্রশিক্ষক হতে ইচ্ছুকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে দফতর।
আরও পড়ুন-আবহাওয়া মঙ্গল থেকে ফের বদলাবে
প্রশিক্ষণের তালিকায় রয়েছে মোট ১৪টি বিষয়। যার মধ্যে সাইবার সিকিউরিটি, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ মোকাবিলা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে নারী-নির্যাতন, শিশু সুরক্ষা এবং তফসিলি জাতি ও জনজাতির অধিকার সংক্রান্ত আইনি শিক্ষার বিষয়টি। এই রিসোর্স পার্সনরা শুধু পঞ্চায়েত প্রতিনিধি নন, পঞ্চায়েত দফতরের আধিকারিকদের মধ্যে থেকেও মাস্টার ট্রেনার তৈরির কাজ করবেন।
আরও পড়ুন-একুশের প্রস্তুতিসভায় দলে দলে যোগ তৃণমূল কংগ্রেসে
সম্প্রতি একাধিক নারী-নির্যাতনের ঘটনা রাজ্যের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে। প্রশাসনিক মহলের মতে, এই প্রেক্ষিতে পঞ্চায়েত স্তরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, অনলাইন পরিষেবার প্রসার যেমন ঘটানো হয়েছে, তেমনই পঞ্চায়েতের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতেও সরকার সক্রিয় পদক্ষেপ নিচ্ছে।