ডুয়ার্সে (Duars) ফের খাঁচাবন্দি চিতাবাঘ। বনদপ্তর সূত্রে খবর স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের পাদ্রি কুঠি এলাকায় বেশ কিছুদিন ধরেই সন্ধের পর থেকে গবাদি পশুরা নিখোঁজ হয়ে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই এই অবস্থায় রীতিমত অস্বস্তিতে ছিল এলাকাবাসী। রাত কাটলেই দেখা যেত ছাগল-মুরগী খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা বুঝতে পেরেছিলেন এলাকা চিতাবাঘ ঢুকেছে। এরপরেই তাঁরা খুনিয়া রেঞ্জে খবর দেন। বনকর্মীরা ২০ থেকে ২৫ দিন আগে ছাগলের টোপ দিয়ে ওই এলাকায় একটি খাঁচা বসান। এদিন সকালে বাঘের গর্জন শুনতে পেয়ে স্থানীয়রা বুঝতে পারে বাঘ ধরা পড়েছে।
আরও পড়ুন-আমেরিকায় বন্দুকবাজের গুলিতে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির
একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ খাঁচায় বন্দি হয়েছে। বন দফতরে খবর দেওয়া হলে খুনিয়া স্কয়্যাডের রেঞ্জার সজল কুমার দে-সহ বনর্কর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্বাস্থ্য পরীক্ষা করার পরেই গরুমারায় বাঘটিকে ছাড়া হবে। প্রসঙ্গত, গত মাসেও ডুয়ার্সে এভাবেই লোকালয়ের মধ্যে ঢুকে গেছিল একটি চিতাবাঘ। সেই ক্ষেত্রেও টোপ দিয়ে তাকে খাঁচাবন্দি করা হয়। ডিসেম্বরে একটি চিতাবাঘ চোখের ঘুম উড়িয়ে দিয়েছিল ডুয়ার্সবাসীর। যদিও বন দফতরের তৎপরতায় কিছুদিনের মধ্যেই আটক করা হয়েছিল সেটিকেও।