প্রতিবেদন: যোগীরাজ্যে প্রশ্নের মুখে বন্যপ্রাণ সুরক্ষা। টাইগার রিজার্ভে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দু’বছর বয়সি চিতাবাঘের (leopard)। উত্তরপ্রদেশের বনবিভাগের তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। পিলভিট টাইগার রিজার্ভের মালা রেঞ্জে শনিবার সন্ধ্যায় বনাঞ্চলের ভিতরের রাস্তা পার হওয়ার সময় একটি স্ত্রী চিতাবাঘকে গাড়ি ধাক্কা দেয়, চালক পলাতক। ঘটনার পরই বিজেপি শাসিত রাজ্যে বন্যপ্রাণের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভাগীয় বন অধিকর্তা ভরত কুমার জানান, গাড়ির ধাক্কা এতটাই জোরে ছিল যে স্ত্রী চিতাবাঘটি গাড়িতে আটকে যায় এবং প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
আরও পড়ুন-প্ররোচনায় পা নয়, কাল ইনডোরে মুখ্যমন্ত্রী কী বলেন পুরোটা শুনুন
বাঘিনি জখম অবস্থায় এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তাকে উদ্ধার করতে গিয়ে বনবিভাগের এক কর্মী আক্রান্ত হন। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চিতাবাঘকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। বাঘিনির দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।