চা-বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : বেশ কয়েকদিন ধরে চিতাবাঘের (Leopard) উপস্থিতি টের পাচ্ছিলেন কালচিনি ব্লকের চুয়াপাড়া চা-বাগানের বাসিন্দারা। তার ফলে বাগানের সব মহল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সন্ধের পর কেউই বাড়ি ছেড়ে বের হওয়ার সাহস করছিলেন না। এরপর বাগানের বাসিন্দারা বিষয়টি চা-বাগান কর্তৃপক্ষকে জানান। চা-বাগান কর্তৃপক্ষ এরপর বন দফতরের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করলে, বন দফতর চুয়াপাড়া চা-বাগানের ২৮ নম্বর সেকশনে খাঁচা পাতে ছাগলের টোপ দিয়ে। মঙ্গলবার সকালে চা-শ্রমিকেরা ওই সেকশনে গিয়ে দেখেন খাঁচায় একটি চিতাবাঘ আটকা পড়েছে। বন দফতরকে খবর দিলে, তারা এসে চিতাবাঘটিকে (Leopard) উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন-দেশে প্রথম, রেশনের চালের পুষ্টিগুণ বজায় রাখতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি বাংলার সরকারের

Latest article