সংবাদদাতা, আলিপুরদুয়ার : সকালে ঘুম চোখে গিয়েছিলেন রান্না ঘরে। বাটিতে জল নিয়ে চা বসাতে গিয়ে চক্ষুচড়কগাছ মহিলার! দেখলেন উনুনের পাশে বসে মস্তবড় চিতাবাঘ (leopard)! চায়ের বাটি ফেলে দৌড়ে বেরিয়ে আসেন মহিলা।
মঙ্গলবার সকালে আলিপুরদুয়ারের ঘটনা। দিন কয়েক আগেই জলদাপাড়া সংলগ্ন শালকুমারের প্রধান পাড়ায় এক গৃহস্থের শৌচাগারে লুকিয়ে ছিল একটি চিতাবাঘ (leopard)। এবার একটি পূর্ণবয়স্ক পুরুষচিতা আশ্রয় নিয়েছিল আলিপুরদুয়ার ও কোচবিহারের সীমানার সুধনের কুঠি গ্রামের এক গৃহস্থের রান্নাঘরে। মহিলার চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন। খবর পেয়েই জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা জাল নিয়ে হাজির হন। দু-ঘণ্টার চেষ্টার পর জালে ধরা পড়ে পুরুষ লেপার্ডটি। সঙ্গে সঙ্গে ভিআইপি কনভয় করে চিতাবাঘটিকে নিয়ে যাওয়া হয় চিলাপাতা রেঞ্জে। সেখানে বন দফতরের পশু চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন- কেউ কাউকে চাপা দিয়ে বেরোতে চাইবে না, সাফ কথা ইন্দ্রানুজের মায়ের