জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে লেপার্ড ‘পলাশ’

বন দফতরের উদ্যোগে সোমবার একাধিক পশুপাখির নতুন আবাসভূমির উদ্বোধন ও কয়েকটি নতুন প্রাণীর আগমন ঘটল এই পার্কে।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : নতুন প্রাণ পেল জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। বন দফতরের উদ্যোগে সোমবার একাধিক পশুপাখির নতুন আবাসভূমির উদ্বোধন ও কয়েকটি নতুন প্রাণীর আগমন ঘটল এই পার্কে। উত্তরবঙ্গের জলদাপাড়ার খয়েরবনি থেকে আনা সাত বছরের একটি পুরুষ চিতাবাঘ ‘পলাশ’কে আনুষ্ঠানিকভাবে এনক্লোজারে ছেড়ে দেওয়া হয়। এর নামকরণ করেছিলেন মন্ত্রী বিরবাহা। এই বিশেষ অনুষ্ঠানে ছিলেন রাজ্য বন দফতরের প্রধান সচিব দেবল রায়, মুখ্য বনপাল (পশ্চিম চক্র) বিজয় সালিমঠ, রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরি, প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দ্রিয়াল, ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম প্রমুখ। ঝাড়গ্রাম বনবিভাগের অধীন ধ্বনি বিটে অবস্থিত এই পার্কে এদিন আরও কয়েকটি প্রাণী নতুন আবাস পেল। বাঁকুড়ার সারেঙ্গা থেকে উদ্ধার হওয়া একটি ভালুক, সবুজ রঙের ইগুয়ানা, ককাটেল পাখি এবং কালো শকুন এনক্লোজারে ছাড়ানো হয়।

আরও পড়ুন-রাষ্ট্রপতি শাসনেও অশান্ত মণিপুর

পাশাপাশি মন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাঘ দেখার জন্য নির্মীয়মাণ গ্যালারি, অ্যান্টিলোপ এবং মিশ্র হরিণ রাখার এনক্লোজারেরও। দিনটি আরও রঙিন হয়ে ওঠে যখন চিচুরগেড়িয়া শিরিশচক প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ছাত্রছাত্রী মন্ত্রীর হাতে তুলে দেয় নিজেদের হাতে তৈরি মাটির বাড়ি, কাঁঠাল ও খেজুর পাতার ফুল সহ নানা হস্তশিল্প। ছাত্রছাত্রীদের মন্ত্রী উপহার দেন স্কুলব্যাগ। স্বনির্ভর গোষ্ঠীর ‘সৃষ্টিশ্রী’ স্টলেরও উদ্বোধন করেন তিনি। বীরবাহা জানান, এই চিড়িয়াখানার আকর্ষণ ক্রমশ বাড়ানো হচ্ছে। নতুন প্রাণী আনা হচ্ছে, তাদের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব এনক্লোজার তৈরি করা হয়েছে।

Latest article