বনকর্মীদের তৎপরতায় দ্রুত পাকড়াও চিতাবাঘ

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : আবারও চা-বাগান থেকে উদ্ধার এক পূর্ণবয়স্ক চিতাবাঘ (Jalpaiguri_Leopard)। শনিবার রাতে জলপাইগুড়ি জেলার গেন্দ্রাপাড়া চা-বাগানে পাতা খাঁচায় ধরা পড়ে সে। কয়েকদিন ধরেই এলাকায় চিতাবাঘের (Jalpaiguri_Leopard) গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। সেই আতঙ্কের প্রেক্ষিতেই বন দফতরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত চা-বাগানের এক প্রান্তে খাঁচা পেতে রাখেন। অবশেষে শনিবার রাতে সেই খাঁচায় ধরা পড়ে পূর্ণবয়স্ক চিতাবাঘটি। বনকর্মীরা নিরাপত্তা বলয় তৈরি করে তাকে উদ্ধার করেন। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ধরা পড়া চিতাবাঘটির প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ক’দিন পরেই পুনরায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। জলপাইগুড়ির মুখ্য বনপাল বিকাশ ভি জানান, চিতাবাঘটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক এবং আপাতত সুস্থ। আমাদের দলের সদস্যরা দক্ষতার সঙ্গে উদ্ধার করেছেন। বনাঞ্চলের কাছাকাছি গ্রাম ও চা-বাগান এলাকায় আমরা নজরদারি আরও বাড়িয়েছি যাতে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষ এড়ানো যায়। বন দফতরের দ্রুত পদক্ষেপেই সম্ভাব্য বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন প্রশাসনিক মহল।

আরও পড়ুন-শীতের সম্ভাবনা নেই তৈরি হচ্ছে নিম্নচাপ

Latest article