সংবাদদাতা, জলপাইগুড়ি : বাড়ির উঠোনে বসে ছেলেকে খাইয়ে দিচ্ছিলেন মা। চা-বাগান এলাকায় তখন সবে সন্ধে নেমেছে। হঠাৎ করে ঝপ করে শব্দ। সামনে হাজির আস্ত এক চিতা! মায়ের চোখের সামনে উঠোন থেকে ছেলেকে টেনে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ির কলাবাড়ির ঘটনা। সেখানেই মায়ের সামনে থেকে বাড়ির উঠোন থেকেই এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে চিতাবাঘ। আহত শিশুর নাম পত্রিকা ওঁরাও (১০)। সে কারবালা চা-বাগানের বাঁধ লাইনের বাসিন্দা।
আরও পড়ুন-রামজি বিলের বিরুদ্ধে সংসদে প্রতিবাদে ফেটে পড়ল তৃণমূল
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যাবেলা শিশুটির মা বাড়ির উঠোনে তাকে খাওয়াচ্ছিলেন। সেই সময় আচমকাই চিতাবাঘটি শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে চিতাবাঘটি শিশুটিকে ফেলে দিয়ে চা-বাগানের ভিতরে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বনদফতরের আধিকারিকেরা। গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পরে স্থানান্তরিত করা হয় মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ-সহ বনকর্মীরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। উল্লেখ্য, কলাবাড়ি চা-বাগান এলাকা থেকে সাতটি চিতাবাঘ খাঁচাবন্দি করা হয়েছে। হামলার ঘটনা বাড়তে থাকায় এলাকায় ১০ জন বনকর্মী মোতায়েন করা হয়েছে এবং দুটি টহলদারি গাড়িও রাখা হয়েছে। বর্তমানে বনদফতরের তরফে কলাবাড়ি এলাকার শ্রমিক বস্তিগুলিকে জাল দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে, যাতে চিতাবাঘ লোকালয়ে ঢুকতে না পারে।
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…