চা-বাগানে উদ্ধার হল চিতাবাঘের দেহ

এরপর খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত চিতাবাঘটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী চা-বাগান থেকে উদ্ধার হল পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ। মঙ্গলবার সকালে বাগানের ২০ নম্বর সেকশনে ওই চিতাবাঘের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত চিতাবাঘটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।

আরও পড়ুন-আজ শহরে শুরু দাবা যুদ্ধ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আনন্দ

এদিন দেহটি ময়নাতদন্তের জন্য লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। ময়নাতদন্তের পরেই কীভাবে চিতাবাঘটির মৃত্য হয়েছে তা জানা যাবে। এদিকে চিতাবাঘের দেহ উদ্ধারের খবর চাউর হতেই ওই এলাকায় বহু মানুষের ভিড় হয়। উল্লেখ্য, এর আগে একাধিকবার এই নাগেশ্বরী চা-বাগানে চিতাবাঘ দেখা গিয়েছিল। এমনকী বাগানে কাজ করার সময় চিতাবাঘের হানায় জখম হয়েছিলেন একাধিক শ্রমিক। পাশাপাশি বন দফতরের পাতা খাঁচায় বন্দিও হয়েছে একাধিক চিতাবাঘ।

Latest article