ব্যুরো রিপোর্ট : সবে ভোরের আলো ফুটেছে। এলাকায় দৈনদিনের ব্যস্ততা। কাজে বেরিয়েছেন মানুষ। গ্রামের কিছুটা রাস্তা এসেই রাস্তার ধারে গাছের মগডালে চোখ যেতেই থমকে গেল পা। কারণ মগডালে বসে আছেন বাঘমামা! আস্ত চিতাবাঘটি (Lepard) যেন গোলগোল চোখে চেয়ে আছে গ্রামবাসীদের দিকে। তাকে দেখেই গোটা নকশালবাড়ির কালুয়াজোতের ঘুঘুঝোরা এলাকায় পড়ে যায় হইহই রইরই। খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছন বনকর্মীরা। আসে পুলিশ। চিতাবাঘ ধরতে গোটা এলাকা জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। প্রথমে চিতাবাঘটিকে (Lepard) ঘুমপাড়ানি গুলি করা হয়। এরপর গাছ কেটে প্রায় ঘণ্টাখানেকর প্রচেষ্টায় চিতাবাঘটিকে যখন নামানো হচ্ছে তখনই ঘটে বিপত্তি। কারণ গাছ অর্ধেক কাটার পরেই ঘুম ভেঙে যায় চিতাবাঘের। ফলে গাছ মাটিতে পড়তেই চিতাবাঘটি পালানোর চেষ্টা করে। ওই চিতাবাঘ ধরতে রীতিমতো বেগ পেতে হয় বনকর্মীদের। শেষে তাকে জালবন্দি করা সম্ভব হয়। রবিবার জালবন্দি চিতাবাঘটিকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা।