মনরেগায় বরাদ্দ কম, ব্লকস্তরে আন্দোলন

একশো দিনের কাজে কেন্দ্রীয় বাজেটবরাদ্দ কমানো নিয়ে আগেই সংসদে সরব হয়েছে তৃণমূল।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : একশো দিনের কাজে কেন্দ্রীয় বাজেটবরাদ্দ কমানো নিয়ে আগেই সংসদে সরব হয়েছে তৃণমূল। এবার এ নিয়ে বিভিন্ন জেলার ব্লক স্তরেও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দল। ২০২৩-’২৪ অর্থ বর্ষে ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম’ বা মনরেগা (MNREGA) প্রকল্পে প্রায় ১৭.৮ শতাংশ ব্যয়বরাদ্দ কমানো হয়েছে।

আরও পড়ুন-বিশ্বভারতী সমাবর্তনে প্রতিরক্ষামন্ত্রী

৭৩ হাজার কোটি টাকা থেকে কমিয়ে এ বছর ৬০ হাজার কোটি করা হয়েছে। যা নিয়ে লোকসভায় তীব্র আপত্তি জানিয়েছেন সাংসদ সৌগত রায় ও ডাঃ কাকলি ঘোষদস্তিদার। কারণ এই প্রকল্পেই পশ্চিমবঙ্গ-সহ বিজেপি-বিরোধী রাজ্যে সর্বাধিক কাজ হয়ে থাকে। বরাদ্দ কমে যাওয়ায় ইউপিএ জমানায় চালু হওয়া এই মানবিক প্রকল্পের ভবিষ্যৎই প্রশ্নের মুখে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, মনরেগায় যে রাজ্যের যেমন প্রয়োজন, সেই অনুযায়ী জব কার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং এক ধাপ উঠে বলেন, একশো দিনের কাজের টাকা সংশ্লিষ্ট রাজ্যগুলিরই দেওয়া উচিত। এতে নাকি দুর্নীতি কমবে। এই থেকেই গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে বলে তৃণমূল নেতৃত্বের বক্তব্য।

Latest article