হোলিতে কম মেট্রো

আগামী ৭ মার্চ মঙ্গলবার দোলযাত্রা ও ৮ মার্চ বুধবার হোলি উপলক্ষে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের সময়সূচিতে পরিবর্তন

Must read

আগামী ৭ মার্চ মঙ্গলবার দোলযাত্রা ও ৮ মার্চ বুধবার হোলি (Holi) উপলক্ষে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের (Metro railway) সময়সূচিতে পরিবর্তন। শুক্রবার মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পরিবর্তিত সূচি ঘোষণা করা হল। মঙ্গলবার দোলযাত্রার দিন নর্থ-সাউথ সেকশনে ২৮৮টি ট্রেনের পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬০টি ট্রেন চলবে।

আরও পড়ুন-সোমবার থেকে ফের বিধানসভা

ওইদিন দুপুর আড়াইটে থেকে পরিষেবা মিলবে। বুধবার হোলির দিন চলবে মোট ১৮৮টি ট্রেন। ওইদিন প্রথম ও শেষ ট্রেনের সূচিতে কোনও পরিবর্তন নেই। একই ভাবে মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট সেকশনে ১০৬টি ট্রেনের পরিবর্তে চলবে মাত্র ২২টি ট্রেন।

Latest article