ভারত-চিন বৈঠক: মতপার্থক্য যেন বিবাদ না হয়, বললেন জয়শঙ্কর  

Must read

প্রতিবেদন: সোমবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) এবং তাঁর চিনা প্রতিপক্ষ ওয়াং ই-এর মধ্যে দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জয়শঙ্কর চিনের বিদেশমন্ত্রীকে বলেন, দুই দেশের মধ্যেকার মতপার্থক্য কখনওই বিবাদে পরিণত হওয়া উচিত নয়। তিনি ভারত-চিন সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল, সহযোগিতামূলক এবং দূরদর্শী সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন, যা উভয় দেশের স্বার্থ রক্ষা করবে এবং উদ্বেগগুলি মোকাবিলা করবে।

আরও পড়ুন-প্রশিক্ষণের সময় অক্ষম সেনা ক্যাডেটদের পাশে সুপ্রিম কোর্ট

বৈঠকের বিষয়ে জয়শঙ্কর (S. Jaishankar) আরও বলেন, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা খুবই জরুরি। এই কারণেই মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মধ্যে সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। ভারতের আশা, এই আলোচনা অচলাবস্থা নিরসনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকেও অগ্রাধিকার দিতে হবে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছেন, ওয়াং-এর সফর বেজিং-এর পক্ষ থেকে দুই দেশের নেতাদের মধ্যে বোঝাপড়া বাস্তবায়ন, উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রাখা, রাজনৈতিক বিশ্বাস গভীর করা, সহযোগিতা প্রসারিত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর হবে।

Latest article