পাটনায় বিরোধীদের মেগা বৈঠকের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee) জানিয়ে দিলেন, “আমাদের রক্ত যায়, যাক- আমরা দেশের জন্য লড়ব”। এই বৈঠকের আয়োজন করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী তথা JDU নেতা নীতীশ কুমারকে (Nitish Kumar) ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ৫টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।
১. আমরা একজোট
২. আমরা একসঙ্গে লড়ব
৩. আমাদের লড়াই বিজেপির স্বৈরাচারিতার বিরুদ্ধে
৪. যে কোনও ষড়যন্ত্র একসঙ্গে রুখে দেব
৫. পরের বৈঠক সিমলায়
বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দেন তৃণমূল সুপ্রিমো (TMC Supremo Mamata Banerjee)। বলেন, “আমাদের বিরোধী বলবেন না। আমরাও দেশের নাগরিক। আমরাও দেশপ্রেমী। মণিপুর জ্বললে আমাদেরও হৃদয় দগ্ধ হয়। আমাদের রক্ত যায়, যাক। আমরা দেশের জন্য লড়াই করব।“ এরপরেই পাটনায় বৈঠকের প্রসঙ্গে উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পাটনা থেকে অনেক জন-আন্দোলনের সূচনা হয়েছে, যেগুলি সাফল্যলাভ করেছে। এরপরই তৃণমূল সুপ্রিমো বলেন, দিল্লিতে অনেক বৈঠক হয়েছে। তাতে কোনও ফল হয়নি। এবার তাই পাটনায় বৈঠক হয়েছে।
আরও পড়ুন- পাটনায় বৈঠকের পর কী জানালেন দলনেত্রী
এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি-রাজ চলানো নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিজেপির স্বৈরচারিতার বিরুদ্ধে আমরা একজোট, ইডি-সিবিআই দিয়ে বিজেপি বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে। তীব্র আক্রমণ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, যেসব রাজ্যে বিজেপি বিরোধীদল ক্ষমতায় রয়েছে, সেখানে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। তৃণমূল সুপ্রিমোর কথায় বৈঠক ফলপ্রসূ। আগামী দিনে দিল্লি থেকে মোদি সরকারকে হটানোর সূচনা হল পাটনার বৈঠকেই।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…