প্রতিবেদন : আমিও চাইলে যেতে পারতাম মুর্শিদাবাদ (Murshidabad)। কিন্তু এখন যাব না। ঠিক সময়ে যাব। মুর্শিদাবাদের মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরুক। রাজ্যপালকেও বলব আর ক’টা দিন অপেক্ষা করুন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ প্রসঙ্গে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, আমার মনে হয় এখন স্থানীয় কেউ ছাড়া কারও এলাকায় যাওয়া উচিত নয়। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ওয়াকফ ইস্যুতে গত শুক্রবার থেকে অশান্ত ছিল মুর্শিদাবাদ। মানুষ আক্রান্ত, তিনজনের মৃত্যুও হয়েছে। তৎপরতার সঙ্গে রাজ্য প্রশাসন পরিস্থিতি সামাল দেয়। তবে পরিস্থিতি আগের থেকে অনেক নিয়ন্ত্রণে। ধীরে ধীরে শান্তি ফিরছে।
আরও পড়ুন-রেল অবরোধে ক্ষুব্ধ যাত্রীরা
এদিন নবান্ন থেকেও মুখ্যমন্ত্রী স্পষ্ট করলেন, প্রাথমিক লক্ষ্য হচ্ছে শান্তি ফেরানো। স্থানীয় ছাড়া বাইরের কারও যাওয়া ঠিক নয়। এ বিষয়ে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী বলেন, শান্তির বাতাবরণ ফিরে এসেছে। এখন কাজ হচ্ছে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা। সেই কাজ আগে করতে হবে। সেটাই প্রশাসন করছে। আমিও তো যেতে পারতাম, যাচ্ছি না কেন? কারণ আছে। আমি ঠিক সময়ে যাব। আমি অনুরোধ করব রাজ্যপাল-সহ বাকিদের, যাতে তাঁরা আরও কিছুদিন অপেক্ষা করেন। মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, বাইরে থেকে কেউ কেউ এসে অত্যাচার করেছে, উর্দিধারীরাও আছে। এলাকার মানুষকে বলব রাজ্য প্রশাসনের ওপর ভরসা রাখুন। আদালতের ওপর ভরসা রাখুন। আগে দেখুন বিচার কী বলছে। এখন মিছিল, মিটিং করার কোনও প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রীও স্পষ্ট বলেন, এখন রাজনীতি করার সময় নয়। আইনি পথে সমাধান বের হবে।