লিগের ম্যাচ ফিরুক ময়দানে, ইস্টবেঙ্গলের মঞ্চে ক্রীড়ামন্ত্রী

কলকাতা ময়দানে ফিরে আসুক কলকাতা লিগের ম্যাচ। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে এসে এই অনুরোধ আইএফএ কর্তাদের করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Must read

প্রতিবেদন : কলকাতা ময়দানে ফিরে আসুক কলকাতা লিগের ম্যাচ। ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে এসে এই অনুরোধ আইএফএ কর্তাদের করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইস্টবেঙ্গল ক্লাবের স্কুল অফ এক্সেলেন্সের যাত্রা শুরুর অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। শুক্রবার শহরের একটি পাঁচতারা হোটেলে ক্লাবের অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী-সহ বিশিষ্টরা। এছাড়াও মঞ্চে হাজির ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, শ্যাম থাপা, রহিম নবি-সহ ইস্টবেঙ্গলের একঝাঁক প্রাক্তন ফুটবলার এবং কর্তারা। সৌরভ ও ঝুলনের হাতে ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্যপদ তুলে দিয়ে সম্মানিত করা হয়।

আরও পড়ুন-তমসো মা জ্যোতির্গময়

ইস্টবেঙ্গলের অনুষ্ঠান মঞ্চে ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। তাঁকেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অনুরোধ করেন কলকাতা লিগের ম্যাচ ময়দানে দেওয়ার জন্য। ক্রীড়ামন্ত্রী বলেন, কলকাতা লিগের খেলা কলকাতায় হওয়া উচিত। কেন শুধু জেলাতেই হবে! বাংলার সেরা লিগ ময়দানে হবে না, এটা হতে পারে না। কেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের ম্যাচ ময়দানে করা যাচ্ছে না, সেটা দেখা উচিত আইএফএ-র। ফিফা ক্রমতালিকায় ১৩৩ নম্বরে নেমে গিয়েছে ভারত। এটা খুবই দুর্ভাগ্যের। যতদিন না বাংলার ফুটবল সমৃদ্ধ হবে, ভারতীয় দলও ততদিন সমৃদ্ধ হবে না। ইস্টবেঙ্গলের উদ্যোগের প্রশংসাও করেন ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন-কেন্দ্রের তীব্র সমালোচনা সুপ্রিম কোর্টের দুই প্রাক্তন প্রধান বিচারপতির

শুক্রবার বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী। কৃত্রিম ঘাসের মাঠ ছিল আগে। ফিফা অ্যাস্ট্রোটার্ফ নিষিদ্ধ করায় স্টেডিয়ামে নতুন ঘাসের মাঠ তৈরি হয়েছে। এছাড়াও স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের অন্যান্য কাজও চলছে। তারই অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী রথীন ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। ৮০ শতাংশ কাজ শেষ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সব খেলা শুরু হবে। বারাসতে কলকাতা লিগের ডার্বি হওয়ার ব্যাপারেও জল্পনা চলছে।

Latest article