সংবাদদাতা, সোনারপুর : মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িতে এত সহজে কালি লাগানো যাবে না। কারণ মানবিক মুখ্যমন্ত্রী আজও টালির বাড়িতে থাকেন। সস্তা তাঁতের শাড়ি আর হাওয়াই চটি পরেন। সারা দেশের মধ্যে সম্পদের নিরিখে সবচেয়ে পিছনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সোনারপুরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এক প্রতিবাদসভায় বললেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।
আরও পড়ুন-সিসিটিভি ফুটেজে কোন্নগরের মানুষ দেখল গোষ্ঠীদ্বন্দ্বের নমুনা
তিনি বলেন, বিজেপি ও সিপিএম এখন আমাদের দোষ খুঁজতে নেমেছে। আগে নিজের দুর্নীতিটা দেখুক। এ রাজ্যের বিরোধী দলনেতাকে টাকা নিতে সবাই দেখেছেন। সারদার অন্যতম সুবিধাভোগী তিনি। কিন্তু তাঁকে ইডি, সিবিআই জিজ্ঞাসাবাদ করবে না। অসমের মুখ্যমন্ত্রীর নাম ছিল সারদা দুর্নীতিতে এক নম্বরে। তাঁকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়েছে। আর সিপিএম ৩৪ বছরে দুর্নীতির পাহাড়ে চেপেছিল। এখন সাধু সাজার চেষ্টা করছে। শত চেষ্টা করেও তৃণমূল কর্মীদের মনোবল ভাঙা যাবে না। কারণ আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যায় ও সততার আদর্শ নিয়ে লড়াই করি। অন্য বক্তারা ছিলেন তৃণমূল সাধারণ সম্পাদক শওকত মোল্লা, সাংসদ শুভাশিস চক্রবর্তী, বিধায়ক লাভলি মৈত্র, ফিরদৌসি বেগম, শক্তি মণ্ডল প্রমুখ।