দিনের পর নিষ্কৃতি নেই রাতেও। থানার মধ্যে ঢুকে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উপর নতুন করে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
তৃণমূল কংগ্রেস এই নিয়ে দাবি করে, রীতিমতো তাণ্ডব চালিয়েছে বিজেপি কর্মীরা। অন্যদিকে এক সাংবাদিককে বেধড়ক মেরে রক্ত ঝরানো হয়েছে। রীতিমতো ঘোরের মধ্যে আছেন কুণাল ঘোষ সহ অন্যান্যরা।
রাতে আগরতলা পূর্ব মহিলা থানার একাংশ অন্ধকার করে সায়নীকে বের করা হয়। সুবল ভৌমিকের বাড়িতে ভাঙচুর হয়। এই অবস্থায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে। ভয়াবহ অবস্থা ত্রিপুরার। গুন্ডারাজ চলছে।
আরও পড়ুন-বুধবার মন্ত্রিসভার বৈঠকেই মোদির ঘোষণায় সিলমোহর
তিনি নিজের টুইটারে বলেন, ‘আগরতলা পূর্ব মহিলা থানায় আবার ঢুকে এসে মারছে বিজেপি। জখম একাধিক। জীবন-মরণ সমস্যা আমাদের। সায়নীকে (ঘোষ) নিরাপত্তার অভাবে আগরতলা পূর্ব মহিলা থানা থেকে অন্য থানায় (নাম লিখছি না) নিয়ে গেল পুলিশ। পূর্ব থানায় জীবনমরণ সমস্যা। বিজেপি সশস্ত্র। ঘিরে। সভা করছে। বাজি ফাটাচ্ছে। বোমা, গুলির আওয়াজ ঢাকার চেষ্টা? জানি না আমরা বাঁচব কিনা। আমাদের মারলে মারুক, মানুষ বিচার করুন।’
আগরতলা পূর্ব মহিলা থানায় বিজেপির তাণ্ডব চলছে।
বাইরের সাহায্য দরকার।
পুলিশ, প্রশাসন দেখুন।সাংবাদিকও রক্তাক্ত।
পুলিশ আতঙ্কিত।— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 21, 2021