প্রতিবেদন : এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ আইনজীবীরা। ১৩ জন সিনিয়র আইনজীবী ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে চিঠি লিখে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিচারপতি যাদব সম্প্রতি মুসলিম-বিরোধী মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখে পড়ার পরেও বলেছেন যে তিনি তাঁর মন্তব্য প্রত্যাহার করছেন না।
আরও পড়ুন-কেজরিওয়ালের গাড়িতে হামলা চালাল বিজেপি
উল্লেখ্য, বিচারপতি যাদবকে এর আগে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার কারণে প্রধান বিচারপতির কাছে ডাকা হয়েছিল। অভিন্ন দেওয়ানি বিধি সমর্থন করার সময় বিচারপতি যাদব সংখ্যালঘুদের নিয়ে একটি অসংসদীয় আপত্তিকর মন্তব্য করেন, যা সাম্প্রদায়িক উসকানির পক্ষে যথেষ্ট। আইনজীবীরা তাঁদের চিঠিতে উল্লেখ করেছেন, বিচারপতি যাদবের মন্তব্য ধর্মনির্বিশেষে ভারতের সকল নাগরিক, সম্প্রদায়কে আঘাত করেছে। সংবিধানের সাম্য ও ভ্রাতৃত্বের মূল্যবোধ রক্ষায় আদালতের ভূমিকাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়। চিঠিতে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতকে আইনের শাসন বজায় রাখতে হবে। তাই, যারা আইনের শাসন বজায় রাখেন, তাদের আইন মেনে চলতে বাধ্য থাকতে হবে।