শুভেন্দুর বিরুদ্ধে চিঠি আইনজীবীদের

আদালতকে জড়িয়ে শুভেন্দু অধিকারীর আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন হাইকোর্টের আইনজীবীরা।

Must read

প্রতিবেদন : আদালতকে জড়িয়ে শুভেন্দু অধিকারীর আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন হাইকোর্টের আইনজীবীরা। ২১ জুলাই উলুবেড়িয়ায় বিজেপির প্রস্তাবিত সভার শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তারই প্রতিক্রিয়ায় শুভেন্দুর যে মন্তব্য করেছিলেন তাতেই তীব্র আপত্তি আইনজীবীদের। বিরোধী দলনেতার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। মহামান্য হাইকোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের মর্যাদারক্ষা এবং সেই মর্যাদাকে আরও উচ্চে তুলে ধরতে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের একদল সদস্য। বার অ্যাসোসিয়েশনের সম্পাদককে এই মর্মে একটি চিঠিও দিয়েছেন তাঁরা। যার মোদ্দা কথা, দেশের অন্যতম বৃহৎ আইনজীবীদের সংগঠন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ গভীরভাবে ব্যথিত। কলকাতা হাইকোর্টের ঐতিহ্য, সুনাম এবং বিচারব্যবস্থার মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে বাধ্য হচ্ছি।

আরও পড়ুন-শিক্ষকপদে নিয়োগে রিপোর্ট চাইল হাইকোর্ট

কী বলেছিলেন শুভেন্দু? …এই রাজ্যে আর কোথাও কেউ এদিন সমাবেশ করতে পারবেন না। এই প্রথম নজির তৈরি করা হল এবং কার্যত হাইকোর্টকে দিয়ে যে সব শর্ত দেওয়া হয়েছে, এইগুলো সভা করার পক্ষে নয়, সভা করার বিপক্ষে। কিন্তু বিজেপি… তাই বিজেপির সভার অনুমতি মহামান্য উচ্চ আদালত দিল না, সেই ঝুঁকিটা হয়তো উচ্চ আদালত নেননি। অশ্বত্থামা হত ইতি গজ। বার অ্যাসোসিয়েশনের সদস্যরা মনে করছেন, বিরোধী দলনেতার এই ধরনের মন্তব্য মর্যাদা ক্ষুণ্ণ করেছে আদালতের এবং বিচারপতিদের। যা অত্যন্ত বেদনাদায়ক। শুভেন্দু অধিকারীর মন্তব্য শুধুমাত্র মহামান্য আদালতকে কলঙ্কিত করার অপচেষ্টা নয়, মাননীয় বিচারপতিদের বিরুদ্ধেও আক্রমণ। আদালতের মর্যাদা এবং মানুষের বিশ্বাসে আঘাত হানার এক সুপরিকল্পিত প্রয়াস। এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপেরও দাবি জানিয়েছেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

Latest article