বাংলায় ইলিশ পাঠাতে বাংলাদেশ সরকারকে চিঠি

ইলিশ মাছ (Hilsa Fish) মানেই পদ্মার ইলিশ। কিন্তু এবার পুজোর আগে কি বাংলাদেশের (Bangladesh)  ইলিশ এপার বাংলায় আসা নিয়ে রয়েছে সংশয়।

Must read

ইলিশ মাছ (Hilsa Fish) মানেই পদ্মার ইলিশ। কিন্তু এবার পুজোর আগে কি বাংলাদেশের (Bangladesh)  ইলিশ এপার বাংলায় আসা নিয়ে রয়েছে সংশয়। এবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই অন্যরকম। প্রতিবার স্বয়ং শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করতেন। তবে এবার তিনি আর সরকারে নেই। প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ আসতে শুরু করে। তবে এবার ফিস ইমপোর্টার অ্য়াসোসিয়েশন বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রফতানির জন্য় আবেদন জানিয়েছে। গত ৫ বছর ধরে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি হয়েছে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন জানিয়েছে ফিস ইমপোর্টার অ্য়াসোসিয়েশন।

আরও পড়ুন-প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সম্মানহানি করতে ভুয়ো খবর, কড়া পুলিশ

শুধু বাংলা নয়, ত্রিপুরা ও অসমে যায় বাংলাদেশের ইলিশ। গত বছরও ১৩০০ মেট্রিক টন ইলিশ এসেছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ আসবে, সেই নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েই গিয়েছে।

Latest article