মাধ্যমিক পরীক্ষার জন্য এসআই ও বিএলওদের ছাড় চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি

রাজ্যে দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)।

Must read

রাজ্যে দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। এবার এসআইআর আবহে মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা জেলায় জেলায় সাব ইন্সপেক্টর অফ স্কুল, এসআই-দের AERO এর দায়িত্ব দেওয়ায় রীতিমত সঙ্কটে মাধ্যমিক পরীক্ষা। একাধিক স্কুল শিক্ষকদের বিএলও হিসেবে দায়িত্ব থাকায় মাধ্যমিক পরীক্ষা কীভাবে হবে এই নিয়ে প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দফতর। সোমবার মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয় মুখ্য সচিবের নেতৃত্বে। এদিনের বৈঠকের পরে নির্বাচন কমিশনকে চিঠি লেখার সিদ্ধান্ত নেয় স্কুল শিক্ষা দফতর।

আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসের আগে বাড়তি সতর্কতা লালবাজারের

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এস আই, বিএলও হিসাবে যে শিক্ষকরা আছেন তাঁদের যাতে ছাড় দেওয়া যায় বা পরীক্ষায় তাঁরা যেন উপস্থিত থাকে এই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লেখার সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দফতর। আগামী ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে প্রায় ১০ লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসবে। পরীক্ষা চলাকালীন স্কুল শিক্ষা দফতরের অধীনে থাকা এস আই (SI)-দের সেন্টার ইন চার্জ, ভেন্যু ইন চার্জের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু এই সময়ে তাঁরা এসআইআরের শুনানির কাজে ব্যস্ত থাকলে পরীক্ষায় সমস্যা হতে পারে। নবান্ন সূত্রে খবর মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বৈঠকের পর স্কুল শিক্ষা দফতরের তরফে এই সময় তাঁদের ছাড় দেওয়ার জন্য চিঠি লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Latest article