গিরিরাজকে বিস্ফোরক চিঠি তৃণমূল কংগ্রেসের

এবার চিঠিতে বিস্ফোরণ।

Must read

নয়াদিল্লি : এবার চিঠিতে বিস্ফোরণ। সংসদের মধ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে পেয়ে ঘিরে ধরেছিলেন তৃণমূলের সাংসদরা। জানতে চেয়েছিলেন, দিল্লিতে থাকা সত্ত্বেও কেন দেখা করলেন না? কেন বৈঠকে বসছেন না? গিরিরাজের মুখে কোনও উত্তর ছিল না। সন্তোষজনক জবাবও দিতে পারেননি। আমতা আমতা স্বরে বলেছেন, বসব না। পাল্টা পত্রবোমা তৃণমূল সাংসদদের। শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয়েছে, দিল্লিতে থেকেও দেখা করেননি। আপনার আপ্তসহায়ক বলেছিলেন আপনি এক সপ্তাহের জন্য বিহারে যাচ্ছেন। যদিও আমাদের সাংসদরা অবাক হয়ে দেখলেন আপনি দিল্লিতেই রয়েছেন এবং সংসদে বহাল তবিয়তে ঘুরছেন। এই ধরনের মিথ্যাচার কোনও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে থেকে আশা করা যায় না। আমাদের লড়াই বাংলার উপেক্ষিত মানুষের জন্য। বরাদ্দ আপনাদের দিতেই হবে। মিথ্যাচার এবং তৃণমূলকে এড়িয়ে গিয়ে কেন্দ্র-রাজ্য সম্পর্ক তলানিতে নিয়ে যাবেন না।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার পুরসভার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা বাংলার বকেয়া চাইতে মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। সচিবের কাছে লিখিত দাবি জানিয়ে আসার পর বৃহস্পতিবার প্রথম চিঠি দেয় তৃণমূল কংগ্রেস। সেই চিঠিতে আধিকারিকের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে মন্ত্রীর সঙ্গে দ্রুত বৈঠকের দাবি জানানো হয়। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে উত্তর না আসায় এবার পত্রবোমা তৃণমূল কংগ্রেসের।

Latest article