প্রতিবেদন : কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা বীণার বিরুদ্ধে উঠেছে গুরুতর দুর্নীতির অভিযোগ। এই পরিস্থিতিতে বিজয়নের পদত্যাগ চাইলেন কেরলের সংস্কৃতি জগতের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাঁরা বিবৃতিও দিয়েছেন। রাজ্যের শীর্ষ পদাধিকারীর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় অস্বস্তিতে বাম সরকার।
আরও পড়ুন-করবেট উদ্যানে ৬০০০ গাছ ‘সাফ’ বিজেপি সরকারের হাইকোর্টের কড়া ভর্ৎসনা
মুখ্যমন্ত্রী বিজয়নের উদ্যোগপতি মেয়ে বীণা এবং তাঁর কোম্পানির বিরুদ্ধে আয়কর দফতরের অভিযোগের প্রেক্ষিতে এই দাবি তোলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বীণার কোম্পানি এক্সালোজিক সম্পর্কে আয়কর অন্তর্বর্তী নিষ্পত্তি বোর্ডের মন্তব্য এবং ফলাফল গণতান্ত্রিক কেরলকে হতবাক করেছে। প্রসঙ্গত অগাস্টের শুরুতে আয়কর বিভাগ জানায়, মুখ্যমন্ত্রীর মেয়ে বীণা এবং তাঁর কোম্পানি গত তিন বছরে কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) থেকে মাসিক পেমেন্ট হিসাবে ১ কোটি ৭২ লক্ষ টাকা পেয়েছেন কোনও পরিষেবা না দিয়েই। এই দুর্নীতির অভিযোগ ঘিরেই পদত্যাগের দাবি।
আরও পড়ুন-অপহরণ সত্ত্বেও পালিয়ে তৃণমূলে যোগ দুই জয়ীর
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর করেছেন, সি ভি বালাকৃষ্ণন, ইউ কে কুমারন, সাবিত্রী রাজীবন, কলপাত্তা নারায়ণন এবং এম এন কারাসেরির মতো লেখকরা। বিবৃতিতে দুর্নীতির অভিযোগ সম্পর্কে মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।