দেবর্ষি মজুমদার, শান্তিনিকেতন : হাতে গোনা কয়েকটি দিন বাকি। ১৮ মার্চ বসন্ত উৎসব। কিন্তু বিশ্বভারতীর তরফে এখনও কোনও রকম প্রস্তুতি নেই। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে বোলপুর ব্যবসায়ী সমিতি। এবারেও বসন্ত উৎসব না হলে ক্ষতির মুখে পড়বেন তাঁরা। এই বিষয়ে উপাচার্যকে চিঠি দেবে ব্যবসায়ী সমিতি। আজ বৃহস্পতিবার চিঠি দেওয়া হবে জানিয়েছে ব্যবসায়ী সমিতি। বোলপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিং বলেন, ‘‘বসন্ত উৎসব আয়োজনের জন্য আবেদন করা হবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। তার প্রতিলিপি সর্বত্র পাঠানো হবে। খসড়া তৈরি হয়ে গিয়েছে।’ বিশ্বভারতীর (Visva Bharati) এক অধ্যাপক বলেন, ‘বিশ্বভারতীতে ১০ মার্চের ঐতিহ্যবাহী গান্ধী পুণ্যাহ দিবস নিয়েও কোনও খবর নেই। বসন্ত উৎসব নিয়েও কর্তৃপক্ষ নীরব।’
আরও পড়ুন – ক্ষুদ্র শিল্পে একনম্বর হবে বাংলা
বিশ্বভারতীর অলিন্দে গুঞ্জন উঠেছে যে এবারও শান্তিনিকেতনে প্রাতিষ্ঠানিক বসন্ত উৎসব হচ্ছে না। অন্যান্য বার ফেব্রুয়ারি মাসেই বসন্ত উৎসব নিয়ে বৈঠক করে বিশ্বভারতী। ব্যবসায়ীদের কথা ভেবেই কয়েকটি সংগঠনকে সঙ্গে নিয়ে রাজ্যসরকার ছোট আকারে পৌষ উৎসবের আয়োজন করে বোলপুর ডাকবাংলো মাঠে। বসন্ত উৎসবে কী হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। দক্ষ হাতে করোনা মোকাবিল করে রাজ্য সরকার স্কুল কলেজ খুলেছে। সবকিছুই স্বাভাবিক হয়েছে। কিন্তু কেন্দ্রের অধীনে থাকা বিশ্বভারতীতে (Visva Bharati) কেন বসন্ত উৎসব হবে না? কেন এখনও কোনও প্রস্তুতি নেই? তা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। ঐতিহ্যের পাশাপাশি এই উৎসব ঘিরে বহু মানুষের জীবিকা নির্ভর করে। এইভাবে মেলা, বসন্ত উৎসব বন্ধ করলে ব্যবসায়ীরা বিপাকে পড়বেন।