প্রতিবেদন : একদিকে যখন বেসরকারীকরণের পথে ভারতীয় জীবনবিমা নিগম, ঠিক তখনই একদিনে প্রায় ৬ লক্ষ পলিসি বিক্রি করে রেকর্ড করল সরকারি বিমা সংস্থা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুলল এলআইসি। ২০২৫ সালের ২০ জানুয়ারি সংস্থাটি ৫ লক্ষ ৮৮ হাজার ১০৭টি পলিসি বিক্রি করেছে, যা গোটা বিশ্বে এই প্রথম।
আরও পড়ুন-দিনের কবিতা
সংস্থার তরফে জানানো হয়েছে, এই অসাধারণ সাফল্যের নেপথ্যে রয়েছে এলআইসির ৪,৫২,৮৩৯ জন এজেন্ট— যাঁরা ভারত জুড়ে দক্ষতা ও নিষ্ঠার কাজ করে এই রেকর্ড গড়েছেন। একই সঙ্গে, গ্রাহকদের জীবনের প্রতি আমাদের প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করছে এই রেকর্ড। শনিবারই এলআইসির এই রেকর্ডকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। এই রেকর্ড এলআইসির এমডি ও সিইও সিদ্ধার্থ মোহান্তির একটি উদ্যোগেরও ফলাফল, যেখানে তিনি প্রত্যেক এজেন্টকে ২০ জানুয়ারি ‘ম্যাড মিলিয়ন ডে’-তে কমপক্ষে একটি পলিসি বিক্রির আবেদন করেন।