হাওড়ায় পুরসভার উদ্যোগে শুরু দুয়ারে লাইসেন্স কর্মসূচি

এদিন হাওড়া পাইকারি মাছের আড়তে শিবির করে সেখানকার প্রায় ২৫ জন ব্যবসায়ীর হাতে পুরসভার তরফে ট্রেড লাইসেন্স তুলে দেওয়া হয়।

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া পুরসভার উদ্যোগে এবার দুয়ারে লাইসেন্স কর্মসূচি শুরু হল। বুধবার হাওড়া ফিশ মার্কেট থেকে এই কর্মসূচির সূচনা করেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। ছিলেন পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রিয়াজ আহমেদ-সহ অন্যরা।

আরও পড়ুন-অমানবিক ও নিষ্ঠুর, আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ, মাথা থেঁতলে খুন ছত্তীসগঢ়ে

এদিন হাওড়া পাইকারি মাছের আড়তে শিবির করে সেখানকার প্রায় ২৫ জন ব্যবসায়ীর হাতে পুরসভার তরফে ট্রেড লাইসেন্স তুলে দেওয়া হয়। ওই এলাকায় যেসব ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স এখনও নেই তাঁদের হাতেও একইভাবে ট্রেড লাইসেন্স তুলে দেওয়া হবে। এজন্য প্রয়োজনীয় নথিপত্রও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হচ্ছে। হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, হাওড়ার বিভিন্ন মার্কেট কমপ্লেক্স এলাকায় এইভাবে শিবির করে যাঁদের এখনও ট্রেড লাইসেন্স নেই তাঁদের হাতে ওই ট্রেড লাইসেন্স তুলে দেব। এদিন ফিশ মার্কেট থেকে আমাদের এই কর্মসূচি শুরু হল। আগামী দিনেও চলবে। এর ফলে আরও দ্রুত এবং সহজে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন।

Latest article