থ্রেট কালচার নিয়ে মিথ্যাচার: অন্যায় সাসপেনশনের বিরুদ্ধে পাল্টা বিদ্রোহ

Must read

প্রতিবেদন : লাগাতার মিথ্যাচার ও অন্যায় সাসপেশনের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন একদল জুনিয়র ডাক্তার। থ্রেট কালচারের নামে অন্যায়ভাবে তাদের দাবি নিয়ে ডায়মন্ড হারবার (Diamond Harbour) মেডিক্যাল কলেজ থেকে তাদের সাসপেন্ড করা, হস্টেল ছাড়তে বলা-সহ একগুচ্ছ অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার অ্যাকাডেমিক বিল্ডিংয়ের দরজায় তালা ঝুলিয়ে দিলেন ডাক্তাররা। সঙ্গে চলল অবস্থান বিক্ষোভও। আপাতত মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেন অন্যায়ভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত না বদলানো হলে এরপর বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন প্রতিবাদী ডাক্তাররা।
অন্যদিকে, থ্রেট কালচার-সহ ১২ দফা দাবি সামনে রেখে তাঁরা অবস্থান-বিক্ষোভ চালাতে থাকেন। তাঁদের দাবি, প্রিন্সিপাল যতক্ষণ না পর্যন্ত এর সদুত্তর দিচ্ছেন, ততক্ষণ এই অবস্থান-বিক্ষোভ চলতে থাকবে। অকারণ হয়রানির বিরুদ্ধেই এই পদক্ষেপ বলে দাবি তাঁদের। এদিন সকাল থেকে দফায় দফায় অবস্থান-বিক্ষোভ চলছে আর সেই অবস্থান-বিক্ষোভের মধ্যে আসেন ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুনকুমার দে, মহকুমা শাসক অঞ্জন ঘোষ-সহ এসডিপিও সাকিব আহমেদ। একদিকে তাঁরা যেমন আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ঠিক তেমনি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও এমএসভিপির সঙ্গেও কথা হয়। জুনিয়র চিকিৎসকদের আশ্বস্ত করার পর অ্যাকাডেমিক বিল্ডিংয়ের তালা খুলে দেন জুনিয়র চিকিৎসকেরা এবং অবস্থানও তুলে নেন তাঁরা।

আরও পড়ুন- আবার কাঠগড়ায় ডাক্তাররা: মৃত্যু হল সন্তানসম্ভবা স্ত্রীর, চিকিৎসা হয়নি, মন্তব্য স্বামীর

Latest article