ঘরে-বাইরে মিথ্যাচার, এটাই ওদের ক্যারেকটার

দেশের মাটিতে সবুজ ক্রমশ ধূসরতর হচ্ছে। আর মোদি-সরকার বিশ্বমঞ্চে দাঁড়িয়ে পরিবেশরক্ষা-সংক্রান্ত নানান স্বপ্ন ফেরি করে হাততালি কুড়াচ্ছে।

Must read

দেশের মাটিতে সবুজ ক্রমশ ধূসরতর হচ্ছে। আর মোদি-সরকার বিশ্বমঞ্চে দাঁড়িয়ে পরিবেশরক্ষা-সংক্রান্ত নানান স্বপ্ন ফেরি করে হাততালি কুড়াচ্ছে। এই মিথ্যাচারিতার স্বরূপ তুলে ধরতে লিখছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. অমলেন্দু মুখোপাধ্যায়

সিওপি-২৬-এর মঞ্চে নিট জিরো কার্বন নিষ্ক্রমণ নিয়ে মদীয় প্রধানমন্ত্রী ফের সংবাদ শিরোনামে, কিন্তু এ-বিষয়ে তাঁর ঘোষণাটি যে কতটা সারবত্তাশূন্য তা খুঁজে দেখতে কোনও দূরবিন কিংবা অণুবীক্ষণের আবশ্যকতা পড়ে না। স্বদেশে তিনি যে নীতি নিয়ে চলেন তা শিল্পপতি বান্ধব করার তাগিদে পরিবেশকে উপেক্ষা করতে দ্বিধা করে না, সেটা দিনের আলোর মতো পরিষ্কার।

আরও পড়ুন-Meghalaya: ফের ভাঙন মেঘালয় কংগ্রেসে, দলত্যাগ ২ নেতার

প্রসঙ্গত একটা কথা পরিষ্কার করে বলা দরকার। কার্বন নিষ্ক্রমণের হার দিয়ে পরিবেশ রক্ষার বিষয়টাকে বিচার করা হলে তা বড্ড ভুল হয়ে যাবে। সামগ্রিকভাবে পরিবেশ ও বাস্তুতন্ত্র কতটা নিরাপদ, সেটা বিচার করে এ-সংক্রান্ত যে-কোনও সিদ্ধান্ত ঘোষণা বা মতামত জ্ঞাপন আবশ্যক। তা না করে, কেবল কার্বন নিষ্ক্রমণের সেন্স দিয়ে পুরো বিষয়টাকে দেখলে তাতে সঠিক ছবিটা ধরা পড়বে না। পড়তে পারে না।

ভারত জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে একটি জাতীয় কর্মসূচি প্রণয়ন করেছে। আপাতদৃষ্টিতে এই ন্যাশনাল অ্যাকশন প্ল্যানকে বেশ কাজের মনে হলেও খতিয়ে দেখলেই বোঝা যাবে, এই প্ল্যানটিতে নজরদারির ব্যবস্থা সেভাবে রাখাই হয়নি আর দোষীদের কঠোর শাস্তিরও কোনও ব্যবস্থা এতে নেই। এই প্ল্যানের রূপরেখায় যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো আদালতে বলবৎ-যোগ্য নয়। তার চেয়েও বড় কথা, এর মধ্যে বেশকিছু বিষয় আছে যেগুলো নিজেরাই বেশ জটিল কিংবা যেগুলোর প্রয়োগে ব্যাপক সমস্যা দেখা দিতে পারে। যেমন ধরা যাক গ্রিন ইন্ডিয়া মিশনের কথা। দেশের সবুজ আবরণ বজায় রাখার জন্য পুনঃসংস্থাপনের লক্ষ্যে এবং বৃদ্ধির উদ্দেশ্যে এটি হাতে নেওয়া হয়েছে বলে সরকারিভাবে বলা হচ্ছে।

আরও পড়ুন-KMC 28: ‘আমি ওয়ার্ডের সকল মানুষের বন্ধু হতে চাই’ অয়ন চক্রবর্তীর সমর্থনে প্রচারে উপস্থিত শতাব্দী-কুণাল

কিন্তু ২০২১-এ অর্থ মন্ত্রকের সমীক্ষায় উঠে আসা তথ্যাদি সাফ বলে দিচ্ছে, এই মিশন ব্যর্থতার আঁস্তাকুড়ে মুখ লুকিয়েছে। মিশন যেটার ওপর সবচেয়ে জোর দিয়েছে, সেই বৃক্ষরোপণ কর্মসূচির মাত্র ২.৮ শতাংশ রূপায়ণ সম্ভব হয়েছে।

ওই ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আর একটা স্তম্ভ হল সোলার মিশন বা স্টোর শক্তি মিশন। সিওপি ২৬-এর মঞ্চে দাঁড়িয়ে মিথ্যুক ঠগেন্দ্র বলে এলেন ২০৩০-এর মধ্যে দেশের মোট বিদ্যুৎ-চাহিদার অন্তত ৫০ শতাংশ সৌরশক্তির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। সৌরশক্তি না-হোক জীবাশ্ম নয় এরকম উৎস থেকে, যাকে পরিভাষায় বলা হয় নন-ফসিল ফুয়েল এনার্জি, তার দ্বারা মেটানো সম্ভব হবে। কিন্তু পুনর্নবীকরণযোগ্য শক্তি সরবরাহের পরিকাঠামো আমাদের আছে তো!

আরও পড়ুন-Navy Day: ভারতীয় নৌবাহিনী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

সৌরশক্তি এবং বায়ুশক্তি— দুটোই কিন্তু অতিমাত্রায় ভূমির ওপর নির্ভরশীল। পতিত চারণভূমি এবং জৈববৈচিত্রময় তৃণভূমিতে এই দুই ধরনের শক্তি উৎপাদন করা যায়। কিন্তু বায়ুশক্তি উৎপাদন করতে হলে স্থানিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিমধ্যে বিপন্ন বিলুপ্তপ্রায় লেসার ফ্লোরিকান পাখি, যাকে হিন্দিতে বলে খরমোর (বৈজ্ঞানিক নাম সাইকিওটাইডিস ইন্ডিকাস) কিংবা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, যাকে হিন্দিতে বলে সোনচিড়িয়া (বৈজ্ঞানিক নাম আরডিওটিস নাইগ্রিসেপস)— এদের মতো পাখিরা কিন্তু বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রের কারণে দ্রুত বিলুপ্ত হবে।
জলবিদ্যুৎ প্রকল্পও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসকেন্দ্র। কিন্তু এর ফলে অরণ্য, কৃষিজমি এবং গ্রামের পর গ্রাম প্লাবিত হতে পারে।

অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ ও সিকিমে এরকম শত-শত জলবিদ্যুৎকেন্দ্র তৈরি হয়েছে বা তৈরি হওয়ার কথা চলছে। এর দরুন পরিবেশ কীভাবে দূষিত হয় আর প্রকৃতি কতটা কুপিত হয় তার প্রমাণ আমরা ২০২১-এর ফেব্রুয়ারিতেই পেয়েছি। উত্তরাখণ্ডে চামোলি উপত্যকায় প্রায় ২০০ মানুষ, তাঁদের বাড়িঘর এবং একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভেসে গিয়েছিল। হয়তো জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে কোনও দূষিত গ্যাস নিঃসরণের ঘটনা ঘটে না, এটা যেমন ঠিক তেমনই এটাও তো অস্বীকার করার উপায় নেই যে, এই রকম কেন্দ্রের কারণে বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন-স্মার্ট সিটির দফারফা

যেমন, ধরা যাক অরুণাচল প্রদেশের এটালিন প্রকল্পের কথা। এই জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের যূপকাষ্ঠে বলিপ্রদত্ত হচ্ছে ২ লক্ষ ৮০ হাজার গাছ, হাজার হাজার অন্যান্য উদ্ভিদ, প্রাথমিক বৃষ্টি-অরণ্যের নানা জীব। এই প্রকল্পকে তাই কোন অর্থে পরিবেশবান্ধব বা সবুজ বলা যাবে?
অরণ্য তো কার্বন কমায়, অরণ্যের ক্ষতি হলে পৃথিবী উষ্ণতর হয়। এটাই তো আমরা জেনে এসেছি, কিন্তু অরণ্য সংরক্ষণ আইন, ১৯৮০-তে পরিবর্তন ঘটানো চলছে যাতে আরও সহজে, দ্রুততর ভাবে অরণ্যসংহার বৈধতা পায়!

গেরুয়া জমানায় বারবার পরিবেশ আইন, পরিবেশ নিয়ন্ত্রক সংস্থাসমূহ এবং নীতিসমূহ বিপন্নতার মুখে পড়েছে। শিল্প স্থাপনের আগে ওই শিল্পকেন্দ্র পরিবেশের ওপর কী কুপ্রভাব ফেলতে পারে এবং কতটা ক্ষতি করতে পারে, সে-সব খতিয়ে দেখার জন্য নিরীক্ষা-বিষয়ক ব্যবস্থা কার্যত উঠিয়ে দেওয়ার আয়োজন হয়েছে। গ্রিনহাউস গ্যাসগুলোর অন্যতম উৎস সিমেন্ট কারখানা। তাই সেগুলো স্থাপনার আগে নানারকম পরিবেশ-সংক্রান্ত দিক খাতিয়ে দেখা হয়। কিন্তু সে-সব বিধি এখন শিকেয় উঠেছে।

আরও পড়ুন-এগোচ্ছে জাওয়াদ, তৈরি প্রশাসন, কৃষি থেকে বিদ্যুৎ সতর্কতা সমস্ত ক্ষেত্রে

৬ লক্ষ কোটি টাকার সাগরমালা প্রকল্প। তাতে যেমন আছে বিভিন্ন বন্দর নির্মাণের কর্মসূচি তেমনই উপকূলবর্তী এলাকায় শিল্প, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, শহরাঞ্চলের উন্নয়ন প্রভৃতির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের ব্যবস্থাও আছে। কিন্তু কোথাও বলা নেই বা ভাবা হচ্ছে না, এ-ধরনের প্রকল্পের ফলে সমুদ্রতলের বৃদ্ধি কতটা বৃদ্ধি পেতে পারে সে সম্ভাবনার কথা। সেটা মাপার কোনও উদ্যোগই নেই এই প্রকল্পের অধীনে কর্মসূচিতে। কোথাও কেউ এটা খতিয়ে দেখছে না যে, এই প্রকল্পের ফলে ম্যানগ্রোভ আর প্রবাল দ্বীপগুলো কতটা ক্ষতির সম্মুখীন হবে, সে-কথা ভাববেই বা কেন? এই গেরুয়া জমানায় তো উপকূলবর্তী অঞ্চলের নগরায়ণের তাগিদে কোস্টাল রেগুলেশন জোন সংক্রান্ত বিধিগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-তিস্তার পরিবারের পাশে রয়েছে হিন্দু মহাসভা, অস্বস্তি সৃষ্টি বিজেপিতে

বিশ্বের যে দেশগুলো জলবায়ু পরিবর্তনের শিকার হতে পারে, তাদের মধ্যে পঞ্চম স্থানে আছে ভারত। এতে দেশের আশি শতাংশ মানুষের জীবন-জীবিকা বিপন্ন হতে পারে।
কিন্তু সে-সবে নজর না দিয়ে স্রেফ আন্তর্জাতিক স্তরে হাততালি কুড়ানোর তাগিদে এদেশের প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বড় বড় প্রতিশ্রুতি, নানা কাল্পনিক টার্গেট তুলে ধরছেন।
ছিঃ!
এই সরকারকে বিদায় করতে না পারলে দেশের মানুষ, দেশের পরিবেশ, কিছুই আর বাঁচবে না।

Latest article