সেরা আপুইয়া, জীবনকৃতি রাজুকে

মোহনবাগান দিবসে সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। উদ্বেধনী সঙ্গীত পরিবেশন করবেন সৌরেন্দ্র-সৌমজিৎ।

Must read

প্রতিবেদন : চলতি বছরের মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন স্বপনসাধন বোস (টুটু)। এই সিদ্ধান্ত আগেই নিয়েছে ক্লাবের কার্যকরী কমিটি। মঙ্গলবার কার্যকরী কমিটির বৈঠক শেষে অন্যান্য বর্ষসেরা পুরস্কার প্রাপকদের নামও ঘোষণা করলেন মোহনবাগান ক্লাবের নতুন সচিব সৃঞ্জয় বোস। আগামী ২৯ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবসে তাঁদের সম্মানিত করবে ক্লাব। এই বছর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আইএসএলের দ্বিমুকুটজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মিডফিল্ডার লালেংমাভিয়া রালতে ওরফে আপুইয়া। গত মরশুমে মোহনবাগান মাঝমাঠের ইঞ্জিন হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন মিজো তারকা। জীবনকৃতি সম্মানে ভূষিত করা হবে সবুজ-মেরুন জার্সিতে দীর্ঘদিন খেলা বঙ্গ ক্রিকেটের অন্যতম তারকা রাজু মুখোপাধ্যায়কে। সদ্য এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ঐতিহাসিক সাফল্য পাওয়া ভারতীয় দলের সদস্য বঙ্গতনয়া সঙ্গীতা বাসফোর, ফুটবলার অঞ্জু তামাং, রিম্পা হালদার এবং কোচ তথা বাংলার ছেলে ক্রিসপিন ছেত্রীকে সম্মানিত করবে ক্লাব।

আরও পড়ুন-২০২৮ অলিম্পিকে ক্রিকেট শুরু ১২ জুলাই

সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পাচ্ছেন দীপেন্দু বিশ্বাস। গত মরশুমে সবুজ-মেরুন রক্ষণে কোচ জোসে মোলিনার ভরসা হয়ে উঠেছিলেন এই বঙ্গসন্তান। সেরা ফরোয়ার্ডের পুরস্কার পাচ্ছেন অস্ট্রেলীয় তারকা জেমি ম্যাকলারেন। গত মরশুমে ১১ গোল রয়েছে তাঁর নামের পাশে। সেরা সমর্থকের সম্মান পাচ্ছেন রিপন মণ্ডল। গতবার জামশেদপুরে দলের অ্যাওয়ে ম্যাচ দেখতে গিয়ে হেনস্তার শিকার হয়েছিলেন রিপন। বর্ষসেরা হকি খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছেন অর্জুন শর্মা। বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার পাচ্ছেন অর্চিতা বন্দ্যোপাধ্যায়। সেরা ক্রীড়া সাংবাদিকের মরণোত্তর সম্মান পাচ্ছেন অরুণ সেনগুপ্ত এবং মানস চক্রবর্তী। সেরা রেফারির সম্মান তুলে দেওয়া হবে মিলন দত্তকে। সেরা কর্মকর্তার ‘অঞ্জন মিত্র’ সম্মান পাবেন কমলকুমার মৈত্র। মোহনবাগান দিবসে প্রত্যেককে সম্মানিত করবে মোহনবাগান ক্লাব।

আরও পড়ুন-ক্লাব বিশ্বকাপ ট্রফি ওভাল অফিসে থাকবে, দাবি ট্রাম্পের

মোহনবাগান দিবসে সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। উদ্বেধনী সঙ্গীত পরিবেশন করবেন সৌরেন্দ্র-সৌমজিৎ। নেতাজি ইন্ডোরে মূল অনুষ্ঠান হলেও সেদিন দুপুরে প্রাক্তন ফুটবলার ও সাংবাদিকদের প্রদর্শনী ম্যাচ হবে ক্লাব মাঠেই। এদিন, কার্যকরী কমিটির বৈঠকের পর কল্যাণীতে ডার্বি আয়োজন নিয়ে বিরক্তি প্রকাশ করলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত। সচিব বলেন, টাকা বাঁচানোর কথা ভেবে আইএফএ যুবভারতীতে ডার্বি করছে না। আশা করি, ডার্বির গুরুত্ব বোঝানোর প্রয়োজন নেই। কল্যাণীর বড় ম্যাচে সদস্যদের জন্য কত টিকিট আদৌ পাওয়া যাবে তা নিয়ে সন্দিহান ক্লাব কর্তারা।

Latest article