নাবালিকা গণধর্ষণের (gang rape) অভিযোগে সোমবার দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল বারাসত জেলা পকসো আদালত। গত শনিবার তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন পকসো আদালতের বিচারক। সোমবার তাঁদের সাজা ঘোষণা করা হল। দোষীরা হল বুদো ওরফে শাহজাহান আলি, সুরজ ওরফে রকিবউদ্দিন মণ্ডল এবং বাবু ওরফে জামিরুল মণ্ডল। জানা গিয়েছে, ২০২২ সালের ১৮ জুলাই নিউ টাউনের ইকো পার্ক এলাকায় ওই নাবালিকা তাঁর নাবালক বন্ধুর সাইকেল চড়ে ঘুরতে যায়। সেই সময় অভিযুক্তরা পুলিশ পরিচয় দিয়ে জোর করে তাঁদের পাশের একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে নাবালককে মারধর এবং নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়। ঘটনার পর ওই দুজন কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে এক ব্যক্তির ফোন থেকে বাড়িতে গোটা ঘটনা জানায়। এরপরই পরিবারের তরফে ইকো পার্ক থানায় ওই তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে ইকো পার্ক সংলগ্ন এলাকা থেকে ওইদিন মধ্যরাতেই গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। গত শনিবার তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। সোমবার দোষীদের আদালতে তোলার সময় পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে বিক্ষোভ দেখান ও ক্যামেরা ভেঙে দেওয়ার চেষ্টা করে। তিনজনকেই এদিন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে অতিরিক্ত এক বছর কারাদণ্ডের নির্দেশ দেন বারাসত জেলা পকসো আদালতের বিচারক।
আরও পড়ুন- স্বাস্থ্যসেবাকে সর্বজনীন-সহজলভ্য করার অঙ্গীকার অভিষেকের