উপপ্রধান খুনে যাবজ্জীবন দণ্ড

পুলিশি তৎপরতায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেল রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পঞ্চায়েত-প্রধান বিজন দাসের খুনি গৌতম দাস।

Must read

সংবাদদাতা, বারাসত : পুলিশি তৎপরতায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেল রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পঞ্চায়েত-প্রধান বিজন দাসের খুনি গৌতম দাস। বৃহস্পতিবার বারাসত আদালতের অতিরিক্ত জেলা-দায়রা বিচারক গার্গী ভট্টাচার্য হোসেন পঞ্চায়েত-প্রধান বিজন দাসের খুনে (murder) দোষী সাব্যস্ত হওয়া ব্যবসায়ী গৌতম দাসকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫০০০ টাকা জরিমানা এবং আগ্নেয়াস্ত্র মামলায় অতিরিক্ত পাঁচ বছরের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন-এসআইআর : তৃণমূলের নেতৃত্বে ইন্ডিয়া জোটের কমিশন ঘেরাও কর্মসূচি

গুমা-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, পরবর্তীতে উপ-প্রধান বিজন দাসের উপর গত বছরের ২৫ ফেব্রুয়ারি রাতে আচমকাই হামলা করা হয়। পরপর গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল এলাকারই জমি-ব্যবসায়ী গৌতম দাসের বিরুদ্ধে। গত মঙ্গলবার অভিযুক্ত গৌতম দাসকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তাকে সাজা শোনান অতিরিক্ত জেলা-দায়রা বিচারক। এই প্রসঙ্গে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখরিয়া জানান, এই মামলা অত্যন্ত কঠিন ছিল। আসামি বাংলাদেশ পালানোর চেষ্টায় ছিল। শেষে তাকে বাংলাদেশ সীমান্ত থেকেই গ্রেফতার করা হয়। পরবর্তীতেও নানা টেকনিক্যাল সমস্যা উতরে এই সাজা ঘোষণা।

Latest article