প্রতিবেদন : ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও পতিতাবৃত্তিতে ঠেলে দেওয়ার অপরাধে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। এছাড়া আরও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা জি রাজেন্দ্রম। বিজেপি নেতার এই কুকর্মে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় এক পুলিশ ইন্সপেক্টর ও এক সাংবাদিকও সাজা পেয়েছেন।
আরও পড়ুন-সিঙ্গাপুরে ৪ দিন দুর্গাপুজো, সমুদ্রে বিসর্জন
সোমবার চেন্নাইয়ের পকসো আদালত দোষীদের সাজা ঘোষণা করে। এই ঘটনায় অন্যতম চক্রী ছিলেন ওই বিজেপি নেতা। কেন্দ্রে বিজেপি সরকার, তাই দেখিয়ে আইনের ফাঁক গলে যাওয়ার হুমকিও দিতেন তিনি। ১৩ বছরের এক নাবালিকাকে প্রথমে ধর্ষণ করা হয়। পরে ওই নাবালিকাকে জোর করে, ভয় দেখিয়ে পতিতাবৃত্তি নিতে বাধ্য করা হয়। পুরো ঘটনার সঙ্গে জড়িত থাকায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পকসো আদালত। ১৫ সেপ্টেম্বর বিশেষ আদালত এই মামলায় ২১ জন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে। দোষীদের কারাদণ্ডের পাশাপাশি, আদালতের প্রিসাইডিং অফিসার এম রাজলক্ষ্মী তামিলনাড়ু সরকারকে নির্দেশ দেন নির্যাতিতা নাবালিকাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য।