সংবাদদাতা, হুগলি : সারা মাসে বিদ্যুৎ খরচ হবে মাত্র ৫৯ টাকা! এমনই বিএলডিসি পাখা তৈরি করে চমকে দিয়েছে পোলবার সুগন্ধার এক সংস্থা। শনিবার ‘টিফোজ ৯৯৯২’ রকেট নামে পাখাটির উদ্বোধন হল পোলবার সুগন্ধায় সাইনোসোর কারখানায়। উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্বল বিশ্বাস,বেচারাম মান্না, জাভেদ আহমেদ খান, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া, পোলবার বিডিও জগদীশ বাড়ুই, সাইনোসোর সংস্থার কর্ণধার সম্পূর্ণা ও সম্রাজ্ঞী ঘোষ-সহ বিশিষ্টরা।
আরও পড়ুন-ডাবল ইঞ্জিন যোগীরাজ্যের থেকে শত যোজন এগিয়ে বাংলা : কাফিল
মন্ত্রী বেচারাম মান্না বলেন, প্রায় দু’শো কর্মী সরাসরি কাজ করছেন এই সংস্থায়। এছাড়া ডিলার ও রিটেলার নিয়ে পরোক্ষভাবে কয়েকশো মানুষের কর্মসংস্থান হবে। রাজ্য সরকার এই ধরনের এমএসএমই গুলোকে সাহায্য করছে। সাধারণ মানুষ স্বল্প মূল্যে পাখা পাবে, আবার বিদ্যুৎও সাশ্রয় হবে। বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, প্রযুক্তি এগোচ্ছে তার ফসল ঘরে ঘরে পৌঁছচ্ছে। বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন,গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য এই বিএলডিসি পাখা খুবই উপযোগী। কারণ এতে বিদ্যুৎ খরচ খুবই কম। ২৮ ওয়াটের পাখা সারাদিন চললেও বিদ্যুৎ খরচ হবে নাম মাত্র। বাংলায় এই পাখা তৈরি হচ্ছে এটা গর্বের। সংস্থার কর্ণধার সম্পূর্ণা ঘোষ জানান, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মাত্র ৯৯৯ টাকায় এই পাখা নিয়ে এসেছি। ইতিমধ্যেই ৬২ হাজার পাখা বিক্রি হয়েছে। আগামী দিনে বিদেশের মার্কেটে ও জায়গা করে নেবে এই পাখা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ডিলার-ডিস্ট্রিবিউটরা অনুষ্ঠানে যোগ দিতে আসেন।