হালকা বৃষ্টি, রবিবার পর্যন্ত উপকূলে জারি সতর্কতা

হাওয়া অফিস জানিয়েছিল কলকাতায় এই নিম্নচাপের তেমন প্রভাব না পড়লেও হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে শহর-সহ দক্ষিণের কয়েকটি জেলাতে।

Must read

প্রতিবেদন : শরতের দুপুরে বৈশাখের তপ্ত হাওয়া! শুক্রবার যেন তেমনটাই হল। সকাল থেকে ঝলমলে রোদ থাকলেও বেলা সাড়ে তিনটে নাগাদ হঠাৎ করে গরম হাওয়ার সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। ১৫-২০ মিনিটের মধ্যেই থেমে যায় বৃষ্টি। হাওয়া অফিস বলছে, শরতের খামখেয়ালি মেঘ, সঙ্গে দোসর নিম্নচাপের ফলেই এমন আবহাওয়া। মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছিল কলকাতায় এই নিম্নচাপের তেমন প্রভাব না পড়লেও হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে শহর-সহ দক্ষিণের কয়েকটি জেলাতে।

আরও পড়ুন-পুলিশ

সেই পূর্বাভাস মিলিয়েই শুক্রবার দুপুর গড়াতেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। ওই নিম্নচাপের প্রভাবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে সাগরের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ৩১ অগাস্ট পর্যন্ত বাংলার মৎস্যজীবীদের উদ্দেশেও সতর্কতা জারি করা হয়। ওড়িশা এবং সংলগ্ন উপকূলের জন্য সতর্কতা জারি করা হয়েছে ১ সেপ্টেম্বর পর্যন্ত। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। উভয় ক্ষেত্রেই তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি।

Latest article