প্রতিবেদন : রাজ্য সরকারের গ্রিন সিটি মিশন প্রকল্পের টাকায় আলোয় ঝলমল করবে দক্ষিণ নদিয়ার রানাঘাট শহর। একটি বা দুটি নয়, এই শহরে এবার বসতে চলেছে ৬০টি বাতিস্তম্ভ। ইতিমধ্যেই শহরজুড়ে হাজার খানেকের মতো ছোট ও মাঝারি এলইডি আলোরও ব্যবস্থা করেছে পুরসভা। এই আলো লাগাতে পুরসভা খরচ করেছে প্রায় দেড় কোটি টাকা। রানাঘাট পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের ২০টি ওয়ার্ডে এই মুহূর্তে ১২৫টি আলোকস্তম্ভ রয়েছে। তা সত্ত্বেও গ্রিন সিটি মিশন প্রকল্পে পুর এলাকায় আরও বেশি আলোর ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে তৎপর পুরসভা। এবার ৬০টি মিনিমাস্ট আলো বসবে রানাঘাটের পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে।
আরও পড়ুন-ভুয়ো ভোটার ধরা, জনসংযোগের মাধ্যমেসংগঠন মজবুত করার বার্তা বিধায়কের
শহরের বিভিন্ন স্কুলের সামনে, গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এবং জনবহুল এলাকাগুলিতে বসবে এই মিনিমাস্ট আলো। শহরের অন্ধকার এলাকা এবং কম আলো রয়েছে এমন জায়গায় বসানো হবে বাকি আলোকস্তম্ভগুলি। এর আগেও অবশ্য গ্রিন সিটি প্রকল্পে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে শহরের বিভিন্ন ফুটপাথের সৌন্দর্যায়ন হয়। একাধিক পথবাতিও বসেছিল। কিন্তু পরে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে নতুন করে বরাদ্দ টাকায় ফের আলোকিতকরণের কাজ হবে বলে ঠিক হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসা আলোকস্তম্ভ সংস্কার করে দিলেই সমস্যা মিটে যাবে বলে শহরবাসীর বক্তব্য। এই বিষয়ে রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, গ্রিন সিটি মিশন প্রকল্পে আমরা যে টাকা পেয়েছি তা দিয়ে শহর আলোকিত করার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের কোনও শহরে একসঙ্গে ৬০টি উঁচু বাতিস্তম্ভ বসেনি। রাজ্য সরকার বিপুল অর্থ বরাদ্দ করেছে শহরে উন্নয়নের লক্ষ্যে।