ফের বিতর্ক! এবার ৫০ লক্ষ টাকার জিনিসপত্র চুরি গেল রামমন্দিরে

Must read

নির্মাণ কাজ সম্পন্ন না হলেও তাড়াহুড়ো করে রামমন্দির (Ram Mandir) উদ্বোধন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। তারপর থেকে একের পর এক ঘটনা ঘোটে চলেছে মন্দিরে। কখনও ছাঁদ চুঁইয়ে জল পড়ছে কখনও আবার মন্দিরের রাস্তা ভেঙে যাচ্ছে। এবারের ঘটনায় একেবারে শোরগোল পড়ে গিয়েছে। কী হয়েছে? শুরু হয়েছে চোরের উৎপাত। প্রায় ৫০ লক্ষ টাকার বেশি জিনিসপত্র চুরি গেল অযোধ্যার ভক্তিপথ থেকে।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টে জামিনের আবেদন খারিজ কেজরির

রামমন্দির (Ram Mandir) যাওয়ার পথে রাস্তার দুধারে বাঁশের বাতিস্তম্ভের সঙ্গে আলো লাগানোর ব্যবস্থা করা হয়েছিল। সেই বাতিস্তম্ভের প্রায় ৪ হাজার আলো চুরি গিয়েছে। এছাড়াও ভক্তিপথ থেকে চুরি হয়েছে ৩৬টি গোবো প্রজেক্টর। সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার বেশি জিনিসপত্র চুরি গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ। তবে এবার লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র চুরি যাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Latest article