পুরীর মতোই দিঘায় স্নান ও জগন্নাথদর্শন

দিঘার অর্থনীতি আমূল বদলে দেবে। পুরীর মতো দিঘাতেও পর্যটকেরা সমুদ্রস্নান ও জগন্নাথমন্দির দর্শনের জোড়া আনন্দ উপভোগ করতে পারবেন।

Must read

শান্তনু বেরা, দিঘা : দক্ষিণেশ্বর ও কালীঘাটে স্কাইওয়াকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথমন্দির দ্রুত গড়ে তুলতে চান। এটি তাঁর স্বপ্নের প্রকল্প। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, ওল্ড দিঘার জগন্নাথঘাটের কাছে জগন্নাথমন্দির সংলগ্ন এলাকায় মন্দিরটি গড়ে তোলা হবে। কিন্তু সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় প্রকল্পটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দিঘা রেল স্টেশন লাগোয়া ভোগীব্রহ্মপুর মৌজায়। সেখানেই ২৫ একর জায়গা জুড়ে গড়ে উঠছে জগন্নাথদেবের অনিন্দ্যসুন্দর মন্দির।

আরও পড়ুন-পূর্ব বর্ধমানে রবীন্দ্রনাথ জেলা তৃণমূল সভাপতি

নকশা ও মন্দিরের রেপ্লিকা ইতিমধ্যে চূড়ান্ত। হিডকোর তত্ত্বাবধানে জগন্নাথমন্দিরের সীমানা প্রাচীর দেওয়ার কাজও প্রায় শেষ। পুরো এলাকা সমান করার কাজ চলছে। এই জগন্নাথমন্দির নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত উৎসুক। তিনি নিজেই ১২৮ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন। কিছুদিন আগে কলকাতার নেতাজি ইনডোরে প্রশাসনিক বৈঠকেও এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নির্মাণের জন্য নির্দেশও দিয়েছেন। এমনকী মন্দির নির্মাণ শেষ হলে, নিজে সেই মন্দিরে প্রথম পুজো দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। হিন্দুত্ব ইস্যুতে বিজেপিকে কড়া জবাব দেওয়ার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। তারই অংশ হিসেবে বিভিন্ন মন্দির সংস্কার, ধর্মীয় পর্যটন সার্কিট গড়ে তোলা-সহ একাধিক কাজে হাত দিয়েছেন। দিঘায় জগন্নাথমন্দির গড়ে তোলা, তারই একটা অংশ। স্থানীয়দের দাবি, পুরীর মতো এই মন্দির গোটা এলাকার সৌন্দর্যবৃদ্ধির পাশাপাশি দিঘার অর্থনীতি আমূল বদলে দেবে। পুরীর মতো দিঘাতেও পর্যটকেরা সমুদ্রস্নান ও জগন্নাথমন্দির দর্শনের জোড়া আনন্দ উপভোগ করতে পারবেন।

Latest article