ধসে ক্ষতিগ্রস্ত লাইন, ৬ দিন বন্ধ থাকবে টয়ট্রেন পরিষেবা

কারণ, এই সময়েই গরম থেকে বাঁচতে পাহাড়ে বহু পর্যটকদের ভিড় হয়। ভরা মরশুমে এভাবে দার্জিলিংয়ের আকর্ষণ টয়ট্রেন বন্ধ থাকায় হতাশ তাঁরা।

Must read

প্রতিবেদন : পর্যটকদের জন্য মনখারাপের খবর। ধসে ক্ষতিগ্রস্ত গয়াবাড়ি এবং পাগলাঝোরার মাঝে টয়ট্রেনের লাইন। এর জেরে আগামী ছয়দিনের জন্য বাতিল করে দেওয়া হল নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা। এনজেপি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে এনজেপিগামী ট্রেন দুটিই বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত ট্রেন বাতিলই থাকবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্তারা। ভরা পর্যটন মরশুমে বিপর্যয়ের জেরে অনেক পর্যটককেই আগে কাটা টিকিট বাতিল করতে হয়েছে।

আরও পড়ুন-টোটোপাড়ায় অরেঞ্জ ট্যুরিজমের উদ্যোগ জেলা প্রশাসনের

সকলেরই টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। রবিবার রাতে গয়াবাড়ি এবং মহানদীর মাঝে পাগলাঝোরার কাছে পাহাড়ের ধারে যে গার্ডওয়াল দেওয়া রয়েছে তা ধসে যায়। এর জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ডিএইচআরের লাইন। এই পরিস্থিতিতে এনজেপি থেকে দার্জিলিংগামী ট্রেন আগামী ৭ জুন পর্যন্ত এবং দার্জিলিং থেকে এনজেপিগামী ট্রেন আগামী ৮ জুন পর্যন্ত বাতিল করা হয়েছে বলে ডিএইচআরের তরফে জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই খবরে মনখারাপ পর্যটকদের। কারণ, এই সময়েই গরম থেকে বাঁচতে পাহাড়ে বহু পর্যটকদের ভিড় হয়। ভরা মরশুমে এভাবে দার্জিলিংয়ের আকর্ষণ টয়ট্রেন বন্ধ থাকায় হতাশ তাঁরা।

Latest article