মারাদোনা নয়, মেসিই সেরা: স্কালোনি

Must read

বুয়েনস আইরেস: দিয়েগো মারাদোনা (Diego Maradona) না লিওনেল মেসি (Lionel Messi), কে সেরা? মেসি বিশ্বকাপ জেতার পরে এই প্রশ্ন এখন গোটা ফুটবল মহলে। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও (Lionel Scaloni- lionel Messi) জানিয়ে দিলেন এই বিষয়ে মতামত। মারাদোনা নয়, মেসিকেই ইতিহাসের সেরা বলছেন তিনি।

স্কালোনি (Lionel Scaloni) এই বিষয়ে বলেন, ‘‘আমার মতে ফুটবল ইতিহাসে সেরা মেসিই। মারাদোনা গ্রেট। তবে লিও আমার কাছে স্পেশ্যাল।’’ ৩৬ বছর পরে স্কালোনির কোচিংয়ে বিশ্বকাপ (World Cup) জিতেছে আর্জেন্টিনা (Argentina)। কিন্তু যখন আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি (Lionel Scaloni- lionel Messi) তখন মারাদোনা বলেছিলেন, ‘‘ওঁর তো ট্রফিক নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। ওকে জাতীয় দলের কোচ হিসাবে চাই না।” কিন্তু আর্জেন্টিনা দলটার দায়িত্ব নেওয়ার পরে ভোল বদলে দিয়েছেন। প্রথমে কোপা, তারপর বিশ্বকাপ। আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে প্রমাণ করে দিয়েছেন কোচ হিসাবে কতটা কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি। সেই স্বয়ং স্কালোনি দলের মহাতারকা মেসিকেই সবথেকে এগিয়ে রাখছেন। তাঁর চোখে দেখা ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার মেসিই।

স্কালোনির অধীনে ৪৪টি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৩২টি। একসময় নিজস্ব ছন্দ হারিয়ে ফেলেছিলেন মেসি। হতাশায় অবসরও ঘোষণা করেছিলেন। স্কালোনির অধীনে মেসি ফিরে পেয়েছেন ফর্ম। বিশ্বকাপে নিজের সেরা ছন্দ মেলে ধরেছিলেন এলএম টেন। ৮৬ বিশ্বকাপ যেমন মারাদোনার, তেমন অনেকেই বলছেন এবারের বিশ্বকাপ মেসির। তাই প্রিয় লিওকেই সেরা বাছলেন স্কালোনি।

আরও পড়ুন-শুরুতেই বিদায় সিন্ধুর, জিতলেন লক্ষ্য-সাইনা

Latest article