প্যারিস, ২৬ ফেব্রুয়ারি : ক্লাব ফুটবলে দুজনে একসঙ্গে খেললেও বিশ্বকাপ ফাইনালে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে (Lionel Messi- Kylian Mbappe)। এবার ফিফার বর্ষসেরার দৌড়েও লড়াই এই দুজনের মধ্যে। তবে আরও একজন আছেন এই লড়াইয়ে। তিনি রিয়াল মাদ্রিদের করিম বেঞ্জেমা।
সোমবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে প্যারিসে। আর মেসি ও এমবাপে খেলেন পিএসজিতে। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বর্ষসেরা হওয়ার সম্ভাবনা বেশি মেসির। কাতারে আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ তুলে দিয়ে তিনি বাকিদের পিছনে ফেলে দিয়েছেন। এর আগে সাতবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। তাঁর চিরকালীন প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো জিতেছেন পাঁচবার। সিআর সেভেন অবশ্য এবারের দৌড়ে নেই।
আরও পড়ুন: ইডেনে সৌরভ-রণবীর, ধন্দে বায়োপিক
মেসির দাপটের মধ্যেও এমবাপে (Lionel Messi- Kylian Mbappe) দৌড়ে টিকে আছেন বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিকের জন্য। তিনি জিওফ হার্স্টের পর একমাত্র ফুটবলার, যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। ২৪ বছরের ফরাসি ফুটবলার বিশ্বকাপে ৮ গোল করে সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল জিতেছেন। বিশ্বকাপে তিনি মেসির থেকে একটি গোল বেশি করেছেন। কিন্তু মেসির হাতে কাপ উঠে যাওয়ায় এমবাপে সেই ছায়ায় ঢাকা পড়ে যান।
রুড গুলিটের মতো প্রাক্তনরাও বলছেন, বিশ্বকাপ জেতায় মেসির সম্ভাবনাই এবার বেশি। কিন্তু এমবাপের কৃতিত্বকেও সম্মান জানাতে হবে। এদিকে, গতবার ব্যালন ডি’অর জেতার পর ৩৫ বছরের বেঞ্জেমার এবার ফের খেতাব জয়ে বাধা হল তাঁর বিশ্বকাপে খেলতে না পারা। তবে গত মরশুমে তিনি রিয়ালের হয়ে ৪৪টি ম্যাচে ৪৬টি গোল করে প্রাসঙ্গিক রয়েছেন বেঞ্জেমা।