বার্সেলোনা প্রত্যাবর্তনের দিকে আরেক ধাপ

পুরনো সতীর্থদের নিয়ে ডিনারে মেসি

Must read

বার্সেলোনা, ২৬ এপ্রিল : ১৫টি সুটকেস নিয়ে তাঁর বার্সেলোনায় ফেরার খবর ইতিমধ্যেই সবার জানা। লিওনেল মেসি এবার তাঁর সম্ভাব্য বার্সেলোনা (Barcelona- Lionel Messi) প্রত্যাবর্তনের কাহিনিতে আরও একটু রং চড়ালেন দুই ফুটবলারকে নিয়ে ডিনারে গিয়ে। যে ভিডিও ক্লাব সমর্থকদের অনেকেই দেখেছেন। এবং দেখে উল্লাসিত।

ভিডিওতে মেসিকে (Barcelona- Lionel Messi) ডিনার করতে দেখা গিয়েছে দুই প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জোর্ডি আলবা ও সার্জিও বাসকুয়েটসের সঙ্গে। এঁদের সঙ্গে তিনি স্পেনের ক্লাবে দীর্ঘদিন খেলেছেন। ২০২১-এর গ্রীষ্মে আর্থিক কারণে একরকম বাধ্য হয়েই বার্সেলোনা পিএসজির (PSG) হাতে তুলে দিয়েছিল মেসিকে। দুবছর বাদে আবার পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে। তারমধ্যেই মেসির এই বার্সেলোনায় ফেরা। এখানে তিনি ১৩ বছর বয়স থেকে বড় হয়েছেন। ফুটবল খেলেছেন। মহাতারকা হয়েছেন।

আরও পড়ুন- কার্লেসের তালিকার অপেক্ষায় ইস্টবেঙ্গল

শোনা যাচ্ছে পিএসজি মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। কিন্তু তিনি তাতে এখনও রাজি হননি। অনেকেই মনে করেন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেও মেসি সেখানে মানিয়ে নিতে পারেননি। এখন জোর্ডিদের সঙ্গে ডিনার করে মেসি এটাও বুঝিয়ে দিলেন তাঁদের সঙ্গে সম্পর্ক আছে আগের মতোই। তবে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষও আগেই জানিয়েছে যা তারা ঘরের ছেলেকে ফিরিয়ে নিতে চায়। এখন দেখার বিষয় ব্যাপারটা সত্যিই তেমন হয় কিনা। এই গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে ফুটবলের মহাতারকার। যিনি কাতারে আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ তুলে দিয়েছেন।

Latest article