দোহা, ২১ নভেম্বর : চিরশত্রু ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে জাতীয় দলের জার্সিতে ট্রফি-খরা কাটিয়েছেন। এবার কাতারের মাটিতে কি ‘অধরা মাধুরী’ বিশ্বকাপ ধরা দেবে লিওনেল মেসির মুঠোয়?
স্পেনের কোচ লুইস এনরিকে বলেই দিয়েছেন, বিশ্বকাপ মেসির হাতেই মানায়। জেভিয়ার জানেত্তি, প্রাক্তন আর্জেন্টাইন বিশ্বকাপারের ভবিষ্যদ্বাণী—কেন জানি না মনে হচ্ছে এবার মেসি আমাদের কাপটা উপহার দেবে। সবথেকে বড় কথা, টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এসেছে আর্জেন্টিনা। তাহলে কি সত্যিই এবারের বিশ্বকাপ মেসির (FIFA- Lionel Messi) হতে চলেছে! সবথেকে বড় কথা, মেসি নিজেও জানেন এটাই তাঁর শেষ সুযোগ।
এহেন চর্চা এবং জল্পনার মধ্যেই মঙ্গলবার কাপ অভিযান শুরু করছেন মেসি (FIFA- Lionel Messi)। গত কয়েক দিনে আর্জেন্টাইন মহাতারকার ফিটনেস নিয়ে কম নিউজপ্রিন্ট খরচ করেনি সংবাদমাধ্যম। তবে যাবতীয় সংশয় উড়িয়ে তিনি সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামছেন। মেসি এমনই একজন, যিনি প্র্যাকটিস করলেও খবর আবার না করলেও। নিজের সেরা তারকাকে চাপমুক্ত রাখার জন্য যা যা করণীয় তা করছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলছেন, ‘‘মেসি-ই এই দলটার নেতা। আজ থেকে নয়, বহু বছর ধরেই এই দায়িত্ব পালন করে চলেছে। তাই কীভাবে চাপ সামলাতে হয় সেটা ও ভাল করেই জানে। তবে ফুটবল এগারোজনের খেলা। বাকিদেরও ওকে সাহায্য করতে হবে।’’
আরও পড়ুন-ইংল্যান্ডের তারুণ্যের কাছে উড়ে গেল ইরান
দুর্বল প্রতিপক্ষ সম্পর্কে স্কালোনির বক্তব্য, ‘‘এটা বিশ্বকাপ। ফুটবলের শ্রেষ্ঠ মঞ্চ। এখানে কোনও দলই দুর্বল নয়। সৌদি আরবের খেলা আমি দেখেছি। ওরা প্রতিপক্ষ হিসেবে সমীহ করার মতোই।’’ তবে মেসিদের কোচের এই বক্তব্য যে নিছকই সৌজন্য, সেটা বুঝতে গেলে রকেট সায়েন্স বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। বরং ম্যাচের ২৪ ঘণ্টা আগে ফুটবলপ্রেমীদের মধ্যে জোর চর্চা চলছে—চার না পাঁচ, কাল ঠিক কত গোলে জিতবে আর্জেন্টিনা। মেসি কি হ্যাটট্রিক করবেন? ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই মেসি। প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেসি-ম্যাজিক দেখার জন্য।
এদিকে, প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশ কী হতে পারে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে, বিশ্বকাপ কভার করতে আসা আর্জেন্টাইন সাংবাদিকদের মধ্যে এ নিয়ে তুমুল উৎসাহ। তাঁদের বিশ্লেষণের সূত্র ধরে মোটামুটি যে দল উঠে আসছে, সেটা হল, সৌদির ম্যাচে স্কালোনি ৩-৪-৩ ফর্মেশনে দল সাজাবেন। তিনকাঠির নিচে এমিলিয়ানো মার্টিনেজ থাকছেন। সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। তাঁর দু’পাশে থাকবেন নিকোলাস ওটামেন্ডি ও নাহুয়েল মলিনা। চার মিডফিল্ডার মার্কোস আকুনিয়া, রডরিগো দি’পল, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস মাকআলিস্তার। ফরোয়ার্ডে অবশ্যই মেসি, লাওতারো মার্টিনেজ এবং অ্যাঞ্জেল ডি’মারিয়া। তবে এই তালিকাই চূড়ান্ত বলে ধরে নেওয়া বোকামি হবে!
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…